পাথরঘাটায় তিনবারের সাবেক সাংসদ নুরুল ইসলাম মনির গাড়ী বহরে হামলা শতাধিক মোটরসাইকেল ভাঙচুর আহত শতাধিক
- আপডেট টাইম : ১০:৫৮:৫৪ পূর্বাহ্ণ, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৬১ ৫০০০.০ বার পাঠক
বরগুনা-২ আসনের বিএনপি সমর্থিত তিনবারের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনির গাড়ি বহরে রবিবার বিকেলে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়ার সিএন্ডবি এলাকায় হামলা চালিয়েছে ছাত্রলীগ-যুবলীগ।
তেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত পাথরঘাটায় ৫ই সেপ্টেম্বর সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দেয়ার জন্য ঢাকা থেকে আসছিলেন সাবেক এমপি নুরুল ইসলাম মনি। তার গাড়ি বহর পাথরঘাটার সিএনবি এলাকায় ঢুকলে যুবলীগ ও ছাত্রলীগ প্রতিরোধ গড়ে তোলে এবং সেখানে শতাধিক মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পিটিয়ে আহত করে বিএনপির শতাধিক নেতাকর্মীকে। এই ঘটনায় এলাকায় বর্তমানে চরম থমথমে অবস্থা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘ ১৬ বছর পর নিজ এলাকায় আসছেন বিএনপি নেতা ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি। জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশে অংশ নেয়ার উদ্দেশ্যে সাবেক এমপি নুরুল ইসলাম মনি পাথরঘাটায় আসছিলেন। এ খবর পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ পর্যায়ে পৌছালে তাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা পূর্বে থেকেই সোসাল মিডিয়া সহ নানা মাধ্যমে নুরুল ইসলাম মনিকে নিয়ে ট্রোল ও হুমকি ধমকি দিয়ে আসছিলো যার ফলপ্রসূ উক্ত হামলা।
এ দিকে আজ সোমবার কাকচিড়া ইউনিয়ন বি এন পি নেতা সেলিম পহলানের ব্যবসা প্রতিষ্ঠানে কাকচিড়া আওয়ামীলীগ কতৃক হামলার খবর পাওয়া গেছে। এ নিয়ে পাথরঘাটাসহ বামনা বেতাগীর জনমনে এক প্রকার আতঙ্ক বিরাজ করছে।