ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ০২ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগপত্র গৃহীত ট্রাম্পের পোস্টের জবাব দিলেন রাষ্ট্রদূত মুশফিক মোংলায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত ফুলবাড়ীতে নব মুসলিম পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ প্রধান উপদেষ্টার সংবর্ধনায় সিক্ত সাফজয়ীরা মোংলায় জাতীয়তাবাদী দল বিএনপি’র সম্প্রীতি সমাবেশ চুরি যাওয়া গার্মেন্টস পণ্য ৫,৫৪৮.৬২ কেজি সুতা উদ্ধার; সাভার থানা পুলিশের অভিযানে ৩ প্রতারক গ্রেফতার বেপরোয়া গতিতে কভার্ডভ্যান চালিয়ে ভিকটিম আদুরী খানম (২৮) ধাক্কা দিয়ে গুরুতর আহত; সাভার থানা পুলিশের অভিযানে কভার্ডভ্যান আটক ও চালক গ্রেফতার গাজীপুরে আলোচিত চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামী সাবেক কাউন্সিলর আলমাস মোল্লা গ্রেফতার ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ইং প্রবাসী মানব কল্যাণ ফোরাম এর উদ্যোগে বেত মোর হাই স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়

বরগুনা-২ আসনের সাবেক এমপি মনির গাড়িবহরে হামলা, বিএনপির শতাধিক নেতাকর্মী আহত

বরগুনা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : ০২:৩৪:৩৯ পূর্বাহ্ণ, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
  • / ১৫৫ ৫০০০.০ বার পাঠক

বরগুনা-২ আসনের বিএনপি সমর্থিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনির গাড়িবহরে অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নাচনাপাড়ার সিএন্ডবি এলাকায় ঘটনাটি ঘটে।

এ সময় ভাঙচুর করা হয় মনির গাড়ি বহরের শতাধিক মোটরসাইকেল। এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক, আটক করা হয়েছে পাঁচজনকে।

আহতদের মধ্যে রয়েছেন- সাবেক এমপি নূরুল ইসলাম মনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক।

তেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দেয়ার জন্য ঢাকা থেকে আসছিলেন সাবেক এমপি নুরুল ইসলাম মনি। তার গাড়িবহর পাথরঘাটার সিএন্ডবি এলাকায় ঢুকলে যুবলীগ ও ছাত্রলীগ প্রতিরোধ গড়ে তোলে এবং অন্তত অর্ধশত মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পিটিয়ে আহত করে বিএনপির শতাধিক নেতাকর্মীকে। এই ঘটনায় এলাকায় বর্তমানে চরম থমথমে অবস্থা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘ ১৬ বছর পর নিজ এলাকায় এসেছেন বিএনপি নেতা ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি। পাথরঘাটা উপজেলা শহরে আগামীকাল সোমবারের বিক্ষোভ ও সমাবেশে যোগ দেয়ার কথা রয়েছে তার। তার আসার খবরে এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক জানান, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আমাকেও তারা নির্মমভাবে পিটিয়েছে। শতাধিক মোটরসাইকেল ভাঙচুরসহ অগ্নিসংযোগ করেছে। আহত হয়েছে কয়েকশ নেতাকর্মী। বর্তমানে আমরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ভয়ে জীবন রক্ষার্থে বিচ্ছিন্ন অবস্থায় আছি।

তিনি আরও বলেন, কেন্দ্র ঘোষিত তেল গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে চেয়েছি। ইতোমধ্যে আমরা পাথরঘাটা থানায় লিখিত অনুমতি চেয়েছি, আশা করছি প্রশাসন অনুমতিও দিয়েছে। আমরা চাইনি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটুক। শান্তিপূর্ণভাবে আমাদের সমাবেশ করবো এটা আমাদের প্রত্যাশা ছিল। তাছাড়া দীর্ঘদিন পর সাবেক এমপি ও সাবেক বরগুনা জেলা সভাপতি নুরুল ইসলাম মনি তার নির্বাচনী এলাকায় এসে আমাদের সাথে শান্তিপূর্ণভাবে অংশ নেবেন আমরা সেভাবেই চিন্তা-ভাবনা করেছিলাম।

অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) তোফায়েল আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যতটুকু জানতে পেরেছি, ইতিমধ্যে ১০-১২ জন আহত হয়েছে এবং ৩০/৩৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় পুলিশ প্রেরণ করা হয়েছে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বরগুনা-২ আসনের সাবেক এমপি মনির গাড়িবহরে হামলা, বিএনপির শতাধিক নেতাকর্মী আহত

আপডেট টাইম : ০২:৩৪:৩৯ পূর্বাহ্ণ, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২

বরগুনা-২ আসনের বিএনপি সমর্থিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনির গাড়িবহরে অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নাচনাপাড়ার সিএন্ডবি এলাকায় ঘটনাটি ঘটে।

এ সময় ভাঙচুর করা হয় মনির গাড়ি বহরের শতাধিক মোটরসাইকেল। এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক, আটক করা হয়েছে পাঁচজনকে।

আহতদের মধ্যে রয়েছেন- সাবেক এমপি নূরুল ইসলাম মনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক।

তেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দেয়ার জন্য ঢাকা থেকে আসছিলেন সাবেক এমপি নুরুল ইসলাম মনি। তার গাড়িবহর পাথরঘাটার সিএন্ডবি এলাকায় ঢুকলে যুবলীগ ও ছাত্রলীগ প্রতিরোধ গড়ে তোলে এবং অন্তত অর্ধশত মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পিটিয়ে আহত করে বিএনপির শতাধিক নেতাকর্মীকে। এই ঘটনায় এলাকায় বর্তমানে চরম থমথমে অবস্থা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘ ১৬ বছর পর নিজ এলাকায় এসেছেন বিএনপি নেতা ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি। পাথরঘাটা উপজেলা শহরে আগামীকাল সোমবারের বিক্ষোভ ও সমাবেশে যোগ দেয়ার কথা রয়েছে তার। তার আসার খবরে এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক জানান, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আমাকেও তারা নির্মমভাবে পিটিয়েছে। শতাধিক মোটরসাইকেল ভাঙচুরসহ অগ্নিসংযোগ করেছে। আহত হয়েছে কয়েকশ নেতাকর্মী। বর্তমানে আমরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ভয়ে জীবন রক্ষার্থে বিচ্ছিন্ন অবস্থায় আছি।

তিনি আরও বলেন, কেন্দ্র ঘোষিত তেল গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে চেয়েছি। ইতোমধ্যে আমরা পাথরঘাটা থানায় লিখিত অনুমতি চেয়েছি, আশা করছি প্রশাসন অনুমতিও দিয়েছে। আমরা চাইনি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটুক। শান্তিপূর্ণভাবে আমাদের সমাবেশ করবো এটা আমাদের প্রত্যাশা ছিল। তাছাড়া দীর্ঘদিন পর সাবেক এমপি ও সাবেক বরগুনা জেলা সভাপতি নুরুল ইসলাম মনি তার নির্বাচনী এলাকায় এসে আমাদের সাথে শান্তিপূর্ণভাবে অংশ নেবেন আমরা সেভাবেই চিন্তা-ভাবনা করেছিলাম।

অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) তোফায়েল আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যতটুকু জানতে পেরেছি, ইতিমধ্যে ১০-১২ জন আহত হয়েছে এবং ৩০/৩৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় পুলিশ প্রেরণ করা হয়েছে।