আমতলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট টাইম : ০৪:৫৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৯ ৫০০০.০ বার পাঠক
বরগুনার আমতলী উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ৫ টায় আমতলী একে স্কুলে সংলগ্ন উপজেলা পার্টির কার্যালয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো,মকবুল আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও আমতলী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো, জালাল উদ্দিন ফকির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো জহিরুল ইসলাম মামুন( ভিপি), সাবেক সহ- সভাপতি মো নাসির উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সদস্য সচিব, মো,তুহিন মৃধা,উপজেলা মহিলা দলের সভানেত্রী শামসুনাহার মীরা খান,মৎস্যজীবী দলের সভাপতি মো,কবির তালুকদার, ওলামা দলের সভাপতি মো,নুরল আমিন,সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মো,মঈনদ্দিন মামুন, আবু সাঈদ যুবরী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো,জসিম মেম্বর, শ্রমিক দলের আহবায়ক তারিকুল ইসলাম সোহাগ, আমতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো,জালাল উদ্দিন মৃধা, গুলিশখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মো,তোফাজ্জেল হোসেন,সদস্য সচিব এডভোকেট মো,জসিম উদ্দিন,উপজেলা বিএনপির নেতা,মো,জহিরুল ইসলাম লিমন হাওলাদার, আমিনুল মৃধা,এডভোকেটমো,মাহবুব ,মো,নাজমুল হাওলাদার উপজেলা ছাএ দলের আহবায়ক সোয়েব হেলাল,সদস্য সচিব মো,ইমরানখান প্রমূখ। ,সভায় উপজেলা, ইউনিয়ন বিএনপি সহ সহযোগী সংগঠনের সকাল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অন্য দিকে আমতলী চৌরাস্তা সংলগ্ন হোটেল একুশ এর সম্মেলন কক্ষে পৌর বিএনপি নবগঠিত কমিটির আহবায়ক মো,কবির ফকিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সদস্য সচিব মো,কামরুজ্জামান হিরু মৃধা,বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো,তারিকুল ইসলাম টারজান, কামরুল আহসান মাসুদ,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক, আবুল বশার,আমিনুল ইসলাম, মো,জাকির হোসেন,রুহুল আমিন টিপু, মো,আলা উদ্দিন প্রমূখ।আলোচনা শেষে দোয়া মোনাজাত করে কেক কেটে ও মিষ্টি বিতরনে মাধ্যমে সভা শেষ হয়।