বরগুনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান
- আপডেট টাইম : ০২:৩১:০২ অপরাহ্ণ, সোমবার, ২৯ আগস্ট ২০২২
- / ১৭২ ৫০০০.০ বার পাঠক
বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের গৌরিচন্না বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ টি দোকান পুড়ে গেছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা ফায়ার সার্ভিসের স্টেশনের সহকারী পরিচালক শামীম জানান।
শামীম বলেন, বরগুনা ও বেতাগীর দুইটি ইউনিটের সদস্যরা স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
গৌরীচন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তানভীর আহমেদ সিদ্দিকী বলেন, গৌরীচন্না বাজারে আগুন লেগে অনেকগুলো দোকান ঘর পুড়ে নিঃস্ব হয়ে গেছে কয়েকটি পরিবার। এক একটি দোকানে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস কর্মকর্তা শামীম বলেন, আগুনে ক্ষতির পরিমান এখনো জানা যায়নি। তবে ক্ষতির পরিমাণ কমপক্ষে দুই কোটি টাকা বলে ধারণা করা হচ্ছ।