মহাসড়কে ডাকাতি বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর সড়ক অবরোধ
- আপডেট টাইম : ০১:২৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / ১৬৯ ৫০০০.০ বার পাঠক
ঢাকা টাংগাইল মহাসড়কের কবিরপুর নামক স্থানে ডাকাতি যেন একটি নিয়মিত ঘটনা। প্রায় দিনই ঘটছে ডাকাতির ঘটনা, গতকাল রাতেও এক মোটরসাইকেল আরোহীকে পথরোধ করে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে টাকা পয়সা,তার কিছুক্ষণ পরেই আবারও একটি অটোরিক্সার কে আটকিয়ে যাত্রীদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে সব কিছু এমন সময় এক গার্মেন্টস শ্রমিককে জঙ্গলের ভেতরে নিয়ে যায় এমন অভিযোগ উঠেছে এসময় এক মহিলা দৌড়ে পালাতে থাকে এবং তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাত দল পালিয়ে যায়, এ সময় ঘটনাস্থলের একটু দুরে টহলরত পুলিশ থাকলেও ডাকাতির ঘটনা ঘটে কিভাবে এমন প্রশ্ন সাধারণ জনগণের। এখানে ডাক্তার, পুলিশ, সাংবাদিক এবং কি গার্মেন্টস শ্রমিক ও বাদ যায়নি ডাকাতের হাত থেকে।অনেকে অভিযোগ করেছেন, জঙ্গলের ভিতরে মেয়েদেরকে নিয়ে গিয়ে চালায় শারীরিক নির্যাতন এবং তারা আরও বলেন, মেয়েদের জামা কাপড়ও পরে থাকে। আশুলিয়া থানা এবং কাশিমপুর থানার কিছু অংশ হওয়াও কেউ এখানে আসতে চায় না বলে জানান এলাকাবাসী। গতকাল রাতে ডাকাতির ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করে এবং তারা একত্রিত হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রায় ৪ ঘন্টা রাস্তা অবরোধ করলে আশুলিয়া থানা পুলিশ এবং কাশিমপুর থানা পুলিশ এসে অবরোধ তুলে নেয় এবং শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আজাহারুল ইসলাম সুরজ রাস্তা অবরোধ কারীদের আশ্বস্ত করলে তারা রাস্তা থেকে চলে যায়। এলাকাবাসীর চাওয়া এই কবিরপুর এলাকায় যেন স্থায়ী পুলিশ চেকপোস্ট বসানো হয় যাতে করে আর ডাকাতির ঘটনা যেন না ঘটে।