প্রতিবন্ধী মেহেদীর পড়াশোনা অনিশ্চিত অভাবের কষাঘাতে

- আপডেট টাইম : ০১:১১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / ২০৭ ১৫০০০.০ বার পাঠক
গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন ৪ নং ওয়ার্ডে বসবাস প্রতিবন্ধী মেহেদীর, তার পরিবারের সাথেই তার বসবাস, মা বাবা গার্মেন্টস কর্মী, নুন আনতে পানতে ফোড়ানোর মতোই চলছে তাদের সংসার, অভাবের কষাঘাতে জর্জরিত এই পরিবার,গত ২ বছর করোনার কারনে নিয়মিত কাজ করতে পারে না এই পরিবারের দুই ব্যক্তি। এর পরও এই প্রতিবন্ধী মেহেদীর পড়াশোনায় কোন প্রকার সমস্যা যেন না হয় সেই দিকে খেয়াল রেখেছে তার পরিবার কিন্তু যে স্কুলে পড়াশোনা করতো এই প্রতিবন্ধী মেহেদী সেই এইচ,আর আইডিয়াল স্কুল পড়ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান ৪০ হাজার টাকা দাবি করেন এবং বলেন এই টাকা না দিলে মেহেদী আর কোথাও পড়াশোনা করতে পারবেনা এমন কথা শুনে তো হতবাক মেহেদীর পরিবার। করোনা কালে স্কুল বন্ধ থাকার পরেও সকল টাকা পরিশোধের জন্য চাপ দিতে থাকে তাকে এতে অনিশ্চিত হয়ে পড়েছে মেহেদীর পড়াশোনা বার বার আকুতি মিনতি করেও কোন লাভ হয়নি। অবশেষে কাশিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মেহেদীর পরিবার।