পাথরঘাটায় রায়হানপুরে ব্রীজ দৃূর্ঘটনায় একজন ব্যাক্তি গুরতর আহত হয়
- আপডেট টাইম : ০৪:৫৮:১১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১
- / ২৫৫ ৫০০০.০ বার পাঠক
পাথরঘাটা প্রতিনিধিঃ
বিশ্বের দরবারে এখন উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। সারাদেশের যাতায়াত ব্যাবস্থা যেখানে দিন দিন উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে সেখানে সব ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে বরগুনার পাথারঘাটা উপজেলার ১নং রায়হানপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মুচিঘাটা গ্রামবাসী। নদীবেষ্টিত এই গ্রামের ২-৩শ মানুষের নিয়মিত যাতায়াত কাকচিড়া বাজারে। কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে ব্রিজটি।
গ্রামবাসীর অভিযোগ,ব্রিজটি ভাঙ্গা থাকলেও মানুষ চলাচলের জন্য মোটামুটি উপযোগী ছিলো।কিন্তু হঠাৎ করে একদিন মেম্বার এর নেতৃত্বে ভাঙ্গা পাটাগুলো সরিয়ে আরো ভেঙ্গে ব্রিজের দুই পার্শ্বে রাস্তায় দিয়ে দেওয়া হয়। আর ভালোগুলো ফাঁকা ফাঁকা করে দেয়া হয় পুরো ব্রিজের সব যায়গায়।
তারপর কয়েকদিন আগে কড়ইতলা গ্রামের সুনতান চৌধুরীর মেয়ে লাভলী আক্তার এই ব্রীজ থেকে পারাপার হওয়ার সময় পিছলে পরে একটি পা ভেঙ্গে যায় এবং পায়ের শিরা ছিড়ে যায়।
এই ব্যাপারে ৪ নং ওয়ার্ড এর হেলাল উদ্দিন মেম্বারের কাছে জিজ্ঞেস করা হলে তিনি জানান, ব্রিজের পাটা বানানো আছে কিন্তু কাজ করার মিস্ত্রি দেরি করছে।বলে এড়িয়ে যায়।
সাধারণ জনগনের দাবি, এই ব্রিজটি যেনো খুব তারাতারি সংস্কার করা হয়। না হলে জনগণের দুর্ভোগ বারা ছাড়া কমবে না।