বাজিতপুরের পিরিজপুর ইউনিয়নের নৌকার মাঝি হতে চান ফজলুল হক
- আপডেট টাইম : ০৫:০৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
- / ৩০৪ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
বাজিতপুরের আট নং পিরিজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হতে চান মো: ফজলুল হক ভূঁইয়া।
তিনি পিরিজপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ ২১ বছর ওয়ার্ড সভাপতির দায়িত্ব ছিলেন পরবর্তীতে তিনি পিরিজপুর ইউনিয়ন আওয়ামী লীগ আহ্বায়কের দায়িত্ব পালন করেন ১৩-১৪ সাল পর্যন্ত।
পরে তিনি পিরিজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের দুই মেয়াদে সদস্য হিসাবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও তিনি খাশালা গজারিয়া বি জোবারিয়া হুসাইনীয়া ক্বওমী মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন।
নির্বাচন সামনে রেখে তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন
মো: ফজলুল হক ভূঁইয়া বলেন তিনি তৃণমূলের রাজনীতি করে আন্দোলন-সংগ্রাম করে নেতা কর্মীদের ভালবাসা নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে এসেছেন।
তিনি বিভিন্ন সমাজকল্যাণ কর্মকাণ্ডের পাশাপাশি করোনা সংকটে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির নির্দেশে নেতা কর্মীদের সাথে নিয়ে এলাকার দরিদ্রসীমার নিচে বসবাসকারী জনগোষ্ঠীর পাশে দাড়িয়েছেন।
মো: ফজলুল হক ভূঁইয়া দাবী করেন তিনি দলীয় মনোনয়ন পেলে বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করবেন। চেয়ারম্যান নির্বাচিত হলে পিরিজপুর ইউনিয়নকে মাদক,সন্ত্রাস ও নারী নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন মুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন।