টঙ্গী সাব জোনাল অফিসের শুভ উদ্বোধন
- আপডেট টাইম : ০২:৪৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২
- / ২৬৫ ৫০০০.০ বার পাঠক
অদ্য ইং ২৮/০৭/২২ তারিখে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের টঙ্গী সাব জোনাল অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহবুবুর রহমান, বিপিএম, পিপিএম , এডিশনাল ইন্সপেক্টর জেনারেল, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ দেলোয়ার হোসেন, বিপিএম সেবা, পিপিএম বার, অতিরিক্ত পুলিশ কমিশনার , জিএমপি, গাজীপুর ও ভারপ্রাপ্ত মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন ।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মেয়র পুলিশ কমিশনার, জিএমপি মহোদয় কর্তৃক গৃহীত রোড ডিসিপ্লিন আনায়ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এ কার্যক্রম অব্যাহত রাখতে সিটি কর্পোরেশন কর্তৃক সার্বিক সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অন্যান্যদের মধ্যে বিজেএমইএ এর সহ-সভাপতি জনাব নাসির উদ্দিন, পরিচালক জনাব হারুন, ডিবিসি’র পরিচালক জনাব সালাউদ্দিন সহ উপস্থিত সুধীজন মহাসড়কের যানজটমুক্ত বর্তমান পরিস্থিতিকে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব আখ্যায়িত করেন এবং এই অসাধ্য সাধনের জন্য পুলিশ কমিশনার সহ জিএমপি’র সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।