রায়পুরে কিশোর গ্যাংয়ের আধিপত্যতাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২
- আপডেট টাইম : ০৪:৪৯:৩৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ১৫৬ ৫০০০.০ বার পাঠক
এলাকাভিত্তিক আধিপত্যতা বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুরে কিশোর গ্যাং এর দু পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। হাসপাতালেও হামলার ব্যর্থ চেষ্টা করে বলে প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানিয়েছেন।
জানা গেছে, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণী পড়ুয়া ছাত্র ও একই উপজেলার পূর্ব লাচের আশরাফগঞ্জ এলাকার সালাউদ্দিনের ছেলে মোঃ ফাহাদ(১৫)এর নেতৃত্বে একটি কিশোর গ্যাং স্থানীয় আধিপত্যতাকে বিস্তার করে একই এলাকার রায়হান গ্রুপের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে করে দু পক্ষের অন্তত দুইজন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানেও ফাহাদের নেতৃত্বে ১২-১৫ জনের একটি সংঘবদ্ধ কিশোরগ্যাং হাসপাতালে হামলার ব্যর্থ চেষ্টা করে।
খবর পেয়ে রায়পুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে রায়পুর থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান। এই নিয়ে পরিস্থিতি থমথমে ভাব বিরাজ করছে।