পরিবেশ ছাড়পত্র বিহীন অবৈধ বিদ্যুৎ গ্যাস ব্যবহার করে ফতুল্লায় স্টিলের রেক এর কারখানা
- আপডেট টাইম : ১২:০৮:৩৬ অপরাহ্ণ, শুক্রবার, ১৫ জুলাই ২০২২
- / ১৮৮ ৫০০০.০ বার পাঠক
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার জালকুড়ি এলাকাতে সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ গ্যাস অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে পরিবেশ অধিদপ্তরের অনুমোদনবিহীন গড়ে উঠেছে স্টিলের রেক এর কারখানা.সরোজমিনে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার জালকুড়িতে গিয়ে দেখা যায় বিশাল জায়গা জুড়ে জনৈক আলামিন নামক ব্যক্তি দুইটি স্টিলের রেক কারখানা গড়ে তুলেন,দুইটি কারখানার কোনটির বৈধ কোনো কাগজপত্র নেই এমনকি কারখানাগুলোর গ্যাস-বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণরূপে অবৈধ এবং নেই কোনো পরিবেশ ছাড়পত্র,এই বিষয়ে কারখানার মালিক আলামিনের মোবাইল ফোনে কল করে জানতে চাইলে তিনি বলেন অবৈধ গ্যাস অবৈধ বিদ্যুৎ সবকিছু ম্যানেজ করে চলার কারণে আর সরকারিভাবে বিল দেওয়া লাগে হয় না,পরিবেশ ছাড়পত্রের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন সব জায়গায় আমি ম্যানেজ করে আমার স্টিল রেক কারখানার উৎপাদন অব্যাহত রেখেছি,অন্য এক প্রশ্নের জবাবে রেক কারখানার মালিক আলামীন প্রশ্ন রেখে বলেন সরকার পদ্মা সেতুতে হাজার-হাজার লাইট জ্বালিয়ে রেখেছে তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমরা কারখানার মালিকরা উৎপাদনের জন্য অবৈধভাবে বিদ্যুৎ গ্যাস ব্যবহার করলে কি সমস্যা? ( অনুসন্ধান অব্যাহত বিস্তারিত আগামী পর্বে)