ভৈরবে ইসমাইল ফাউন্ডেশন উদ্যোগে গোসত রান্না উপকরণ মসলা বিতরণ
- আপডেট টাইম : ০৫:৫৭:১২ অপরাহ্ণ, শুক্রবার, ৮ জুলাই ২০২২
- / ১৭১ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জের ভৈরবে কোরবানীর ঈদকে সামনে রেখে ইসমাইল মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ইতালি প্রবাসী ইসমাইল মিয়ার অর্থায়নে ২শতাদিক অসহায় দরিদ্র পরিবারের গোসত রান্নার উপকরণ মসলা বিতরণ করা হয়।
শুত্রুবার (৮ জুলাই ) বিকালে চন্ডিবের শহীদ আইভি চত্বর ইসমাইল ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে মসলা বিতরণের শুভ উদ্বোধন করেন ভৈরব পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু,
এসময় প্রত্যেককে তৈল,চিনি,সেমাই,পেয়াজ,রসুন,আদা,জিরা,হলুদ,মরিছ,ধনিয়া,গড়মসলা বিতরণ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক, মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয় সভাপতি মোঃ ইকবাল হোসেন, ভৈরব পৌর শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এ কে এম নাজমুল হক, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও কাউন্সিলর হাজী মোমেন মিয়া, আওয়ামীলী নেতা অলি মিয়া, মোঃ মিষ্টু মিয়া, অত্র ফাউন্ডেশনের সদস্য মোঃ কবির মিয়া,আব্দুর রাকিব প্রধান,নবী মিয়া ও ঢাকা প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ RPC প্রমুখ।
এসময় বক্তব্যরা বলেন ইসমাইল ফাউন্ডেশন যেন সব সময় অসহায় দরিদ্র পরিবারের পাশে দাড়াতে পারেন ও ফাউন্ডেশনের সাফল্যতার কামনা করেন
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোটুফোনে বলেন, ফাউন্ডেশনটি সুনামের জন্য গঠন করা হয়নি। ইসলামী দ্বীনি ও সামাজিক কাজ করার লক্ষ্যে পারিবারিক ভাবে এই ফাউন্ডেশন গঠন করা হয়েছে। সকলে সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।