ভৈরবে সাদেকপুর ইউনিয়নে জাতীয় পাটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০১:২০:১২ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২
- / ২০৮ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জের ভৈরবে সাদেকপুর ইউনিয়ন জাতীয় পাটির ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে
গতকাল শনিবার (০২জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে রসুল পুর পুরাতন মাঠে সাদেকপুর ইউনিয়ন জাতীয় পাটির আয়োজনে এসম্মেন অনুষ্ঠিত হয়।
সাদেকপুর ইউনিয়ন জাতীয় পাটির সাবেক সভাপতি মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে উপজেলা সেচ্ছাসেবক পাটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেনর সঞ্চালনায়,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা জাতীয় পাটির আহবায়ক মোঃ সালাম মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা জাতীয় পাটির যুগ্ন আহবায়ক মোঃ সাদেক মিয়া,সদস্য সচিব হাজী রিয়াজুল হক,নির্বাহী সদস্য মোঃ সিরাজুল ইসলাম ও সাংবাদিক মোঃ ছাবির উদ্দিন রাজু, ভৈরব পৌর জাতীয় পাটি আহবায়ক মোঃ বাবুল চৌধুরী, সদস্য সচিব মোঃ নাজিম উদ্দীন,
সম্মলনে মোহাম্মদ আলীকে সভাপতি, মোঃ মফিল মিয়া কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়।
এসময় উপজেলা ও সাদেকপুর ইউনিয়ন জাতীয় পাটির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক, সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত থেকে সম্মেলন সফল ও সার্থক করেন।
বক্তব্যে উপজেলা জাতীয় পাটির আহবায়ক মোঃ সালাম মিয়া ও নির্বাহী সদস্য সাংবাদিক ছাবির উদ্দিন রাজু বলেন জাতীয় সংসদে জাতীয় পার্টির এমপির বক্তব্য অনুসারে বর্তমান সরকার স্কুলের পাঠ্যপ্রস্তুক থেকে রাসুল (সাঃ) এর জীবনী এবং সাহাবীদের জীবনী সহ ভালো গল্প তুলে নেওয়া, গরু হল মায়ের মত জবাই করা যাবেনা,রামায়নের জীবনী প্রতিস্পাপনের প্রতিবাদ জানান এবং দ্রবমূল্য সহনশীল রাখার জন্য আহবান জানান।