পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মোংলা উপজেলা প্রশাসনের আনন্দ মিছিল
- আপডেট টাইম : ০১:৪২:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
- / ২২৯ ৫০০০.০ বার পাঠক
পদ্মা সেতু নির্মান, শেখ হাসিনার অবদান, পদ্মা সেতুর উদ্বোধন, দেশবাসীর স্বপ্নপুরণ’ এই শ্লোগানকে বুকে ধারন করে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাগেরহাটের মোংলা উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৫ জুন) সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে এই মিছিলটি বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
এসময় মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার, সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল, মোংলা থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, পরিবেশ আন্দোলন বাপা’র বাগেরটহাট জেলা আহ্বায়ক মো. নূর আলম শেখ, উপজেলা আ’লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, সরকারি টি,এ ফারুক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আবু সাইদ খাঁন, পৌর কাউন্সিলর বাহাদুর মিয়া, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্কাউটসের সদস্যবৃন্দ, স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতস্ফুর্তভাবে এ র্যালীতে অংশ গ্রহন করেন।