বিরামপুরে মাংস বিক্রেতাদের সঙ্গে পৌর মেয়রের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট টাইম : ১২:৩৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ২৪৬ ৫০০০.০ বার পাঠক
(১৫ ই জুন) বুধবার বিকেল ৩ ঘটিকায় বিরামপুর পৌরসভার কনফারেন্স রুমে পৌরমেয়র অধ্যক্ষ আক্কাস আলীর সভাপতিত্বে পৌরসভার মধ্যে সকল মাংস বিক্রেতার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছেI মাংস বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় কালে পৌর মেয়র বলেন, পৌরসভার মধ্যে নির্দিষ্ট স্থানে মাংস বিক্রি করতে হবে, সুস্থ ও সবল গরু জবাই করতে হবে, রোগবালাই গরু কেউ যেন জবাই না করে ৷ এছাড়াও তিনি বলেন, পৌরসভার পরিবেশ দূষণ যেন না হয় এ বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন | এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার এ আর এম আল মামুন, পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান মন্ডল, ২ নং ওয়ার্ড কাউন্সিলর নুর আলম, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হোসেন, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ইসমাইল হোসেন, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শাহজাদা চৌধুরী, পৌরসভার হিসাব সহকারি কর্মকর্তা রায়হান কবির চপল, সড়ক বাতি পরিদর্শক মসুদ রানা, অফিস সহায়ক আব্দুর রউফ সোহেল এছাড়াও সকল মাংস বিক্রেতা গণ উপস্থিত ছিলেন|