প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার করা নিষেধ
- আপডেট টাইম : ০৯:৫৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ২৯৯ ৫০০০.০ বার পাঠক
মাসুদ রানা-স্টাফ রিপোর্টার।।
প্লে গ্রুপ থেকে শুরু করে দশম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীর জন্য মোবাইল ব্যবহার সরকারী ভাবে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। স্কুলে কোন শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তাৎক্ষণিক তা সিচ করে অফিসে রাখা হবে।এবং ওই শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে এনে কারণ জিজ্ঞাসা করা হবে তারা উপযুক্ত জবাব দিতে না পারলে মোবাইল ফোন গুলো পানিতে ফেলে দেয়া হবে।কথাগুলো বলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী,আলহাজ্ব এড: আ,ক ম,মেজাম্মেল হক (এম পি) তিনি শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সদরের গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় আয়োজিত নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে আরো বলেন,আমরা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি তোমরা মেধা দিয়ে শিক্ষা দিয়ে এইদেশ কে এগিয়ে নিয়ে যাবে।প্রধান অতিথি ফুল দিয়ে নবীনদের বরণ করে নেন। গোলাম নবী মডেল পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো: হেলাল উদ্দিন।এসময় আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম ইবনে সাকাপি ,স্কুল ম্যানেজিং কমিটির সদস্যগন,শিক্ষক মন্ডলী, অভিভাবক গণ, সাংবাদকবৃন্দ,গাজীপুর জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।