টাইগারদের জন্য মাশরাফির শুভকামনা
- আপডেট টাইম : ০৪:২০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
- / ৩০৬ ৫০০০.০ বার পাঠক
খেলাধুলা প্রতিনিধি।।
মহামারির কারণে বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখতে যাচ্ছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে দলকে শুভেচ্ছা জানিয়েছেন সদ্য সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বুধবার (২০ জানুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখতে যাচ্ছে বাংলাদেশ। স্কোয়াডের বাইরে থাকা বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি দলের জন্য শুভকামনা জানিয়েছে।
মাশরাফি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, ‘বাংলাদেশের ক্রিকেট ভক্তদের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটে প্রিয় ক্রিকেট দল কাল মাঠে নামছে।পুরো দলের প্রতি রইলো শুভকামনা। ” তামিম ইকবাল খান”এর জন্য রইলো স্পেশাল ভালোবাসা এবং দোয়া। সকল চাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সবসময়ের মতো বিজয়ী হয়ে আসবে এই দোয়াই করছি।
নতুন শুরুর জন্য শুভকামনা।
আওয়াজ একটাই -(বাংলাদেশ)