দৌলতপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জোরগলায় বলেছেন, আমাকে নৌকা মার্কা দেক আর না দেক আমি নির্বাচন করবোই।
- আপডেট টাইম : ০৫:০৬:১৪ অপরাহ্ণ, সোমবার, ১৮ জানুয়ারি ২০২১
- / ৩২২ ৫০০০.০ বার পাঠক
দৈনিক ভোরের ধ্বনি প্রতিনিধি।।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জোরগলায় বলেছেন, আমাকে নৌকা মার্কা দেক আর না দেক আমি নির্বাচন করবোই। এবং আমি ৪টি ভোট পাইলেও চেয়ারম্যান হবোই। আমাকে কেউ ঠেকাতে পারবেনা। কার ভরসায় এমন উক্তি ? নাকি পাগলের প্রলাপ? উনি কি সাধারণ জনগনকে কি ভয় দেখাতে চাচ্ছেন ? আমি অনেক আগেই বলেছিলাম আমার একটা লেখাতে দৌলতপুর ইউনিয়নবাসি আর জুযুর ভয় করেনা, দৌলতপুর ইউনিয়ন বাসি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবেনা। জনগন এমন হটকারি উক্তির জবাব যথা সময়েই দেবার জন্য সদা প্রস্তুত। নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে নির্বাচিত হয়ে এমন সংসয় কেনো যে তাকে নৌকা দেয়া হোক আর না হোক, এবং পবিত্র মার্কাটিকে নিয়ে তিনি এমন খারাপ মন্তব্য করতেও ছাড়েননি যে ওই ( হো) টি আমাকে ছাড়া কাকে দিবে দেক আমি নির্বাচন করবোই। চমৎকার আমাদের ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার নির্বাচিত চেয়ারম্যান ।