ঠাকুরগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী পুলিশের আমর্ড এসআই আটক
![](https://somoyerkontha.com/wp-content/uploads/2024/10/FB_IMG_1727975776303.jpg)
- আপডেট টাইম : ১০:৩৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ১৯৬ ৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁও সদর প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ে মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী পুলিশের অবসরপ্রাপ্ত আমর্ড এসআইকে আটক করেছে পুলিশ। ২৬ এপ্রিল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। আটককৃত আব্দুল মান্নান (৬৫) শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকার প্রয়াত রমিজ উদ্দীর ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, ২০২০ সালে ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ এলাকার প্রয়াত হোসেন আলীর ছেলে ইয়াসিন আলী বাদি হয়ে আব্দুল মান্নানের বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলা যুগ্ম দায়রা জজ আদালতে একটি চেক জালিয়াতির মামলা দায়ের করেন।
মামলার পর আদালতে স্বাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্ত শেষে গত বছরের ১০ নভেম্বর আব্দুল মান্নানকে এক বছরের কারাদণ্ড ও ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে আব্দুল মান্নানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। মামলার রায়ের আগে থেকেই আব্দুল মান্নান পালিয়ে বেড়াচ্ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল সোমবার সন্ধ্যার দিকে ঠাকুরগাঁও শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঐ এলাকার টিটিসির সামনে থেকে আব্দুল মান্নানকে আটক করা হয়।