একসঙ্গে আর ফেরার না এসএসসি পরীক্ষার্থী দুই বন্ধু
- আপডেট টাইম : ১২:৩০:০০ অপরাহ্ণ, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
- / ২০৭ ৫০০০.০ বার পাঠক
নাটোর জেলা প্রতিনিধি।।
নাটোরের সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. বাপ্পি ইসলাম (১৬) ও শহিদুল ইসলাম (১৫) নামের এসএসসি পরীক্ষার্থী দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার নিংগইন শুঁটকি চাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত বাপ্পি ইসলাম উপজেলার শেরকোল ইউনিয়নের চকপুর গ্রামের কৃষক আব্দুস সাত্তারের ছেলে ও শহিদুল ইসলাম একই ইউনিয়নের তেমুক নওদাপাড়া গ্রামের আরব আলীর ছেলে। তারা দুই বন্ধু চকপুর বিলভরট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার দুপুর সোয়া ১২টার দিকে দুই বন্ধু একটি মোটরসাইকেল চালিয়ে শেরকোল থেকে সিংড়া শহরে যাচ্ছিল। পথিমধ্যে নিংগইন শুঁটকি চাতাল এলাকায় বিপরীতগামী মুক্ত বলাকা নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক বাপ্পি ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেলের পেছনে থাকা অপর বন্ধু শহিদুল ইসলাম মারা যায়। পরে এ ঘটনায় এলাকাবাসী ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
চকপুর বিলভরট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মাহমুদ বলেন, এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। একই দিনে তার প্রতিষ্ঠানের দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুতে সবাই গভীরভাবে শোকাহত।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী নিহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।