আজ ২৬-৩-২০২২ইং বাংলাদেশের ৫১ তম স্বাধীনতা দিবস।
- আপডেট টাইম : ০৪:৩১:৪১ পূর্বাহ্ণ, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / ২১৭ ৫০০০.০ বার পাঠক
নিজস্ব প্রতিবেদক।।
২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। এই দিনে পুরো বাংলাদেশের সরকারি ছুটি ঘোষণা করা হয়ে থাকে। ও বিভিন্ন রকম কার্যক্রমের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করা হয়।
১৯৭১ সালে দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পর বাঙালি পশ্চিম পাকিস্তানের হাত থেকে রক্ষা পেয়ে স্বাধীন দেশ হিসেবে যাত্রা শুরু করে।
১৯৭১ সালে বাংলাদেশের মানুষ পশ্চিম পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত হন। দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পর বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে বিজয় লাভ করে।
পরবর্তীতে পাকিস্তান ও বাংলাদেশের মাঝে এক সর্বশেষ চুক্তি স্বাক্ষরিত হয় যেখানে বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করা হয়। ২৬ মার্চ থেকে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করা হয়। যার ফলে এই দিনটি বাংলাদেশের জন্য স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। বাংলাদেশের স্বাধীনতা দিবস প্রতিবছর ২৬ শে মার্চ পালন করা হয়ে থাকে।
আমরা অনেকেই জানি অপারেশন সার্চলাইট নামে একটি বিষয় রয়েছে। পশ্চিম পাকিস্তান ১৯৭১ সালে ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তান তথা সাধারণ মানুষের ওপর নির্মম হত্যাকাণ্ড চালায়। সেই গভীর রাতে ঢাকার বিভিন্ন জায়গায় গোলাবর্ষণ সহ নারীদের ওপর নির্যাতন করে পাকিস্তান হানাদার বাহিনী।
যার ফলে সেই রাত্রিকে অপারেশন সার্চলাইট বলা হয়ে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৫ শে মার্চ মধ্যরাতে হানাদার বাহিনীর কাছে গ্রেপ্তার হন। গ্রেফতার হবার কিছুক্ষণ আগে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র স্বাক্ষর করেন। সেখানে ঘোষণাটি লেখা থাকে:
পরবর্তীতে দীর্ঘ নয় মাস বাংলাদেশের মানুষ তাদের জান-প্রাণ দিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ করে। ১৯৭১ সালের সেই যুদ্ধে বাংলাদেশের প্রায় ত্রিশ লক্ষ মুক্তিযোদ্ধা শহীদ হন। যার ফলে বাংলাদেশে পেয়ে যায় একটি স্বাধীন দেশ। দৈনিক সময়ের কন্ঠ পএিকা সম্পাদক বোরহান হাওলাদার জসিম