বাড়ি ফেরা হলো না আশিক ও পাখির
- আপডেট টাইম : ০৬:৪৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
- / ৩৪৮ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
খেজুরের রস নিয়ে বাড়ি ফিরতে পারেনি খুলনা নগরীর নিরালা আবাসিক এলাকার মাদ্রাসা ছাত্র মাহবুল্লাহ আশিক (১৭) ও লন্ড্রি ব্যবসায়ী উত্তম কুমার সিনহা পাখি (৩২)। ডুমুরিয়া পল্লি থেকে খেজুরের রস নিয়ে মোটরসাইকেলে ফেরার পথে ট্রাকের চাপায় নিহত হন তারা দু’জন। ঘটনাস্থলে খেজুরের রসের বোতল ছিলো।
শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে খুলনা নগরীর জিরোপয়েন্ট এলাকার শিকদার পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আশিকের বন্ধু খালিদ হাসান রোহান জানায়, শুক্রবার খুব সকালে পাখির মোটরসাইকেল নিয়ে দু’জনে খেজুরের রস আনতে ডুমুরিয়ার পল্লিতে যান। সেখান থেকে রস নিয়ে বাসায় ফিরছিলেন। বাড়ি ফেরার পথে জিরোপয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খুলনা নিরালা জামে মসজিদে আসর বাদ আশিকের নামাজে জানাযা শেষে দাফন অনুষ্ঠিত হয়। সে নগরীর রেলওয়ে আলিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।আর পাখিকে নেওয়া হয় কয়রা উপজেলার আমাদিতে তার গ্রামের বাড়িতে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ট্রাকচাপায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।