বরগুনায় পুলিশি বাঁধা অমান্য করে যুবদলের বিক্ষোভ সমাবেশ।
- আপডেট টাইম : ০৫:০৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
- / ২০২ ৫০০০.০ বার পাঠক
নিজস্ব প্রতিবেদক।।
তৈল, বিদ্যুৎ,গ্যাস, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধগতি ও লাগামহীন দূর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় গতকাল রবিবার সকাল ১১ টায় বরগুনা জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লার নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বরগুনার পুরাতন লঞ্চঘাট চত্বরে আসলে পুলিশি বাঁধায় মিছিলটি পন্ড হয়ে যায়। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশের আয়োজন করা হয়।
জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক আবদুল জব্বার খাঁন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা, বিশেষ অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল হালিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসান হাবিব স্বপন।
এ ছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন জেলা উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।