মান্দায় শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- আপডেট টাইম : ০৭:৩৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / ২৭৪ ৫০০০.০ বার পাঠক
শাহাদুল ইসলাম (বাবু) নওগাঁ প্রতিনিধি।।
নওগাঁর মান্দায় মাধ্যমিক পর্যায়ে ৫০ তম জাতীয় শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১০টার দিকে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ শাহ আলম, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ কুমার মহন্ত, মৈনম বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, উচ্চ কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, বুড়িদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃপ্তিশ চন্দ্র মন্ডল, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, শরীরচার্চা শিক্ষক জয়নাল আবেদীন ও আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় ক্রিকেটে বাদলঘাটা উচ্চ বিদ্যালয়, ফতেপুর উচ্চ বিদ্যালয় ও গোয়ালমান্দা উচ্চ বিদ্যালয় জয়লাভ করে।