সংবাদ শিরোনাম ::
নৌকা প্রতীকের তিন কর্মী আহত বিদ্রোহী প্রার্থীর তিনকর্মী আটক
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৭:১৭:৪৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৫ জানুয়ারি ২০২১
- / ২৮৯ ৫০০০.০ বার পাঠক
পাথরঘাটা প্রতিনিধি।
বরগুনা পৌরসভা নির্বাচনে পোস্টার ছেড়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীর সমর্থকদের উপর হামলার অভিযোগে বিদ্রোহী প্রার্থীর তিন কর্মী ও সমর্থককে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন- মোঃ জাহাঙ্গীর, আসলাম এবং হুমায়ুন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। আর আটককৃতরা হলেন- বাপ্পি (২৭), রাসেল (৩৫), ইশতি (২০)। আটককৃতরা বরগুনা সদর থানা পুলিশের হেফাজতে আছেন।
নৌকা প্রতীকের প্রধান এজেন্ট অ্যাডভোকেট মোঃ শাহজাহান বলেন, “বরগুনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ শাহাদাত হোসেনের কর্মী ও সমর্থকরা ডিবি পুলিশের পরিচয় দিয়ে নৌকা প্রতীকের কর্মী ও সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করে এবং মারধর করে।
বিদ্রোহী প্রার্থী মোঃ শাহাদাত হোসেন বলেন, “মিথ্যা অভিযোগ দিয়ে আমার তিন কর্মী ও সমর্থককে আটক করা হয়েছে। আমার কর্মীদের বিরুদ্ধে যে অভিযোগ দেয়া হয়েছে তা সত্য নয়।
আরো খবর.......