আইন শৃংখলা, সন্ত্রাস দমন ও নাশকতা প্রতিরোধে সভা।
- আপডেট টাইম : ০৭:১৫:১৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৫ জানুয়ারি ২০২১
- / ২৭১ ৫০০০.০ বার পাঠক
নুরুল আমিন মল্লিক বরগুনা থেকেঃ বরগুনার পাথরঘাটা উপজেলা আইন শৃংখলা, সন্ত্রাস দমন ও নাশকতা প্রতিরোধে কমিটির সভা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে । উক্ত সভায় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির।এছাড়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, পাথরঘাটা সদর ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান, রায়হানপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রূপক, নাচনাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদ খান ও পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোঃ ফারুকসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন। সভায় পাথরঘাটা পৌরসভার ১ থেকে ৯টি ওয়ার্ডের সকল বাসিন্দাদের বাসভবন ও অফিস-আদালতসহ সকল স্থাপনায় সন্ধ্যা থেকে ভোর অবধি সিকিউরিটি লাইট ব্যবহার নিশ্চিত করতে অনুরোধ করা হযয়েছে। পাথরঘাটার ইউএনও সাবরিনা সুলতানা এ অনুরোধ করে বলেন, এতে অনেকাংশে অপরাধ প্রবণতা হ্রাস পাবে।