সংবাদ শিরোনাম ::
মহান শহীদদের প্রতি ঠাকুরগাঁও একতা প্রতিবন্ধী স্কুলের শ্রদ্ধা
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ১০:৩৪:৫১ পূর্বাহ্ণ, সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২
- / ২০৩ ৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁও সদর প্রতিনিধি:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ঠাকুরগাঁও একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পূনর্বাসন কেন্দ্র।
প্রতিষ্ঠানটি ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানীতে অবস্থিত।
বিভিন্ন বয়সের, বিভিন্ন পরিবেশের, কেউ বাক, কেউ দৃষ্টি, কেউ শারীরিক আবার কেউ বা বুদ্ধি প্রতিবন্ধী। এরা সবাই দুঃস্থ ও গরীব পরিবারের প্রতিবন্ধী সন্তান। এদেরকে নিয়েই স্কুল প্রাঙ্গনেই সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন একতা স্কুল এর পরিচালক আমিরুল ইসলাম।
শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, একতা স্কুল এর পরিচালক মোঃ আমিরুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, স্কুলটির সকল শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা।
উল্লেখ্য যে, ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী স্কুলদের মধ্যে ২০০৮ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি সকল জাতীয় দিবস প্রতিবছরই মর্যাদার সাথে পালন করে।
দুঃখের বিষয় যে, একতা প্রতিবন্ধী স্কুলটি এ পর্যন্ত সরকারি ভাবে কোন সাহায্যে-সহযোগীতা পায় নি। এমনকি স্কুলের শিক্ষক-কর্মচারী গুলোও বেতনভুক্ত না।
বাংলাদেশ সরকারকে স্কুলটির প্রতি সদয় দৃষ্টি আকর্ষন করে প্রতিবন্ধী শিশুদের মেধা বিকাশের উন্নয়ন করারা জন্য অনুরোধ জানিয়েছেন স্কুলটির পরিচালক আমিরুল ইসলাম
আরো খবর.......