সাপাহারে বর্ষিয়ান রাজনীতীবিদ আব্দুল হামিদের জানাযা সম্পন্ন
- আপডেট টাইম : ১১:২৩:১৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২
- / ১৮৪ ৫০০০.০ বার পাঠক
শাহাদুল ইসলাম (বাবু) নওগাঁ প্রতিনিধি।।
নওগাঁর সাপাহারে বর্ষিয়ান রাজনীতীবিদ ও উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদের জানাযার নামায সম্পন্ন হয়েছে।
উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃহষ্পতিবার দুপুর সোয়া ২টার সময় মরহুমের জানাযা নামায অনুষ্ঠিত হয়। জানাযা শেষে উপজেলার বাহাপুরে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উক্ত জানাযায় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি, উপজেলা আ’লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল সহ বিভিন্ন উপজেলা আ’লীগের সভাপতি,সাধারন সম্পাদক সহ তৃনমূল পর্যায়ের নেতাকর্মীগন।
উল্লেখ্য যে, বুধবার দিবাগত রাত পৌনে ১০টায় অসুস্থতাজনিত কারনে ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হামিদ মারা যান (ইন্নাল্লিাহি—-রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।