পীরগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত
- আপডেট টাইম : ১০:২৪:২২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২
- / ১৯৬ ৫০০০.০ বার পাঠক
মোঃ জুলফিকার আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এক প্রস্তুতি মূলক সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম। অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধ ও পৌর মেয়র ইকরামুল হক, থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা কমান্ডার ইব্রাহিম খান, বীর মুক্তিযোদ্ধা ও পৌর সাবেক কমান্ডার নুরুজ্জামান প্রমুখ। আলোচনা সভায় পীরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মরহুম ব্যক্তিদের নামে সঠিক রাস্তায় তাদের নাম করণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক পরিমাপে শহীদ মিনার তৈরি করণ ও তাদের আত্মার মাগফেরাত কামনা সহ উল্লেখ যোগ্য বিষয়াদি তুলে ধরা হয়। উক্ত সভায় বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণমাধ্যম কর্মী এ সময় উপস্থিত ছিলেন।