আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
- আপডেট টাইম : ০৮:৫৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ২১৩ ৫০০০.০ বার পাঠক
শাহাদুল ইসলাম (বাবু) নওগাঁ প্রতিনিধি।।
নওগাঁর আত্রাই উপজেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময় উপজেলা হলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আখতারুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাছ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।