শিমুলিয়া ইউনিয়নের রোড বর্তমানে পুকুর নদি নালায় পরিনত
- আপডেট টাইম : ০১:৫৮:০৪ অপরাহ্ণ, রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২
- / ৪২০ ৫০০০.০ বার পাঠক
মোঃ আকরাম হোসেন বিশেষ প্রতিনিধি।।
আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের রোড এখন পুকুর নদী-নালায় পরিণত,ফসলি জমির মাটি যাচ্ছে মাটি খেগোদের পেটে,শিমুলিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন,গোয়াহইলবাড়ি রাঙ্গামাটি শিমুলিয়ার তিন ফসলি জমি ভেকু দিয়ে কেটে বিনষ্ট করছে অবৈধ ব্যবসায়ীরা,মাটির ট্রাক বোঝাই করে ভারী বহনের ফলে পাকা রাস্তা কাঁচা রাস্তা পুকুর নদি নালায় পরিনত,জনপ্রতিনিধি মেম্বার চেয়ারম্যান এরা নিরব দর্শকের ভুমিকা পালন করছেন,জনপ্রতিনিধিদের অনেকেই মাটিকাটার সাথে সম্পৃক্ত,মাটি কাটছে সাবেক মেম্বার সাহিনুর রহমান সালুর পুত্র রাসেল,তার নিকটে জানতে চাইলে তিনি বলেন জনপ্রতিনিধি ও প্রশাসনকে ম্যানেজ করে মাটি কাটছি,ফসলি জমি বিনষ্টকারী অবৈধ মাটি ব্যবসায়ী, (১)রাসেল,(২)আনিছুর রহান আনিছ,(৩)ফারুক হোসেন,(৪)কহিনুর রহমান(৫),জসিম উদ্দীন(৬) সাবেক মেম্বার খলিল(৭) যুবলীগ পরিচয়ূানকারী সাইফুল,(৮(আবুল হোসেন(৯)শামছুর রহান সহ,অজ্ঞাত নামা বহু ব্যাক্তি,পাশাপাশি স্কুল শিক্ষার্থী সোনামণিরা বলেনআমরা মাটি বহন করা ট্রাকের ভয়ে স্কুলে যেতে পারছিনা,কাঁচা রাস্তাগুলোতে ভ্যান রিকশা চলাচলের অনুপযোগী,বৃদ্ধ বৃদ্ধারা বলেন নেতা আছে নৈতিকতা নাই জনপ্রতিনিধির অভাব নাই,অবাধে মাটি কাটছে দেখার লোক নাই,এলাকাবাসী বলেন, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসনের সুদৃষ্টি কামনা করি।সময়ের অনুসন্ধানে দৈনিক সময়ের কন্ঠ পত্রিকায় আগামীদিনে মাটি কাটা ও অবৈধ ব্যবসায়ীদের ছবি সহ নিউজ প্রকাশ করবে,চোঁখ রাখুন সময়ের অনুসন্ধানে দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার পাতায়।