ডু প্লেসির সেঞ্চুরি, খুলনার পথ কঠিন করে দিল কুমিল্লা
- আপডেট টাইম : ০১:৪৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / ২৩৩ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টে।।
বিপিএলের প্লে অফে যেতে হলে জয় পেতেই হবে। এমন পরিসংখ্যান নিয়ে শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচটিতে খুলনার বোলাররা সুবিধা করতে পারেননি।
তাদের ধুমধাড়াক্কা পিটিয়ে কুমিল্লার ফাফ ডু প্লেসি তুলে নিয়েছেন অনবদ্য এক সেঞ্চুরি। তিনি আউট হওয়ার আগে ৫৪ বলে করেন ১০১ রান। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেছেন ওপেনার মাহমুদুল হাজান জয়।
ডু প্লেসির সেঞ্চুরির সুবাদে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এখন খুলনাকে পার করতে হবে পাহাড় সমান বাধা।
আর কুমিল্লা বড় সংগ্রহ করায় এখন খুলনার প্লে অফে যাওয়ার পথটা বেশ কঠিনই হয়ে গেল।
বর্তমানে ৯ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে আছে খুলনা। আর ১০ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে আছে মিনিস্টার ঢাকা। খুলনা যদি কুমিল্লার বিপক্ষে জয় না তুলে নিতে পারে তাহলে প্লে অফে যাবে ঢাকা।
এর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্লে অফে জায়গা নিশ্চিত করে। এখন চতুর্থ দল হিসেবে খুলনা অথবা ঢাকা প্লে অফে খেলবে।