গাজীপুরের কাশিমপুরে কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কালামের মৃত্যু হয়েছে।
- আপডেট টাইম : ০৪:২৬:৩৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি ২০২২
- / ৪৯৮ ৫০০০.০ বার পাঠক
মানসুরা আক্তার কাকলী স্টাফ রিপোর্ট।।।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩-ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। নিহতের বাড়ি, পাবনা জেলার আতাইকুলা থানার তেলিগ্রামের ইউসুফ আলীর ছেলে নমো কালাম (৪৫)। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোঃ গিয়াস উদ্দিন জানান, হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. কালাম এ কারাগারে বন্দি ছিলেন। সকালে তার বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়ে। এসময় প্রাথমিক চিকিৎসা দিয়ে কারাগার থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. কালামকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তিনি ২০১৬ সাল থেকে এ কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।