বাঘায় বুদ্ধি ও অটিষ্ট্রিক প্রতিবন্ধী বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ

- আপডেট টাইম : ০৬:৩৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ৫৯৮ ৫০০০.০ বার পাঠক
বাঘা (রাজশাহী) প্রতিনিধি।।
বাঘায় প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সরকারের দেওয়া শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫-০১-২০২২) উপজেলা ও পৌর এলাকার পৃথক দু’টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। শীতের কম্বল পেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন শিক্ষার্থীরা।
বাঘা পৌর এলাকায়,বুদ্ধি ও অটিষ্ট্রিক প্রতিবন্ধী বিদ্যালয়ের ১৬৩ জন শিক্ষার্থীর প্রত্যেককেই ১টি করে শীত বস্ত্র(কম্বল) প্রদান করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূ’মি) মনিরুজ্জামান,ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন ওই সব শিক্ষার্থীর হাতে শীত বস্ত্র (কম্বল) তুলেন দেন। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাজেুুদুল ইসলাম জানান, এজেন্ট ব্যাংক এশিয়ার পক্ষ থেকে আরো ৬টি কম্বল দিয়েছেন। এজেন্ট ব্যাংক এশিয়ার ব্যবস্থাপক সুজিত কুমার বাকু পান্ডে তাদের হাতে কম্বল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্যসহ প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলাম, শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকবৃন্দ।