বাঘায় ভুটভুটি উল্টে নিহত ১
- আপডেট টাইম : ০৪:২২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ২০১ ৫০০০.০ বার পাঠক
বাঘা রাজশাহী প্রতিনিধি।। রাজশাহীর বাঘায় স্টিয়ারিং চালিত তিন চাকার ভুটভুটি উল্টে ঘটনাস্থলেই মারা গেছে এক গরু ব্যবসায়ী। আহত হয়েছে আরো একজন। শুক্রবার (২১-০১-২০২২) সন্ধ্যা সোয়া ৬ টায় রাজশাহী-ঈশ্বরদী সড়কের চন্ডিপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্ঘটনা ঘটে।ঘটনাস্থলেই মারা যান নুরুজ্জামান হাবু (৫৫)। সে লালপুর উপজেলার দুড়দুড়িয়া গ্রামের মৃত মোবার সরকারের ছেলে। গুরুতর আহত সিদ্দিক হোসেন বাঘা উপজেলার সরেরহাট গ্রামের মৃত আনার উদ্দিনের ছেলে। তারা উপজেলার চন্ডিপুর গরুহাট থেকে স্টিয়ারিং চালিত তিন চাকার ভুটভুটিতে গরু নিয়ে বাড়ি ফিরছিল।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ রিফায়েত হোসেন জানান, তাদের জরুরি বিভাগে আনার পর নুরুজ্জামান হাবু (৫৫) কে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত সিদ্দিক হোসেন (৪৫) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নুরুজ্জামান হাবুর আত্নীয় সাহিদুল ইসরাম সাঈদ জানান, তারা দু’জন গরু ব্যবসায়ী। গুরু নিয়ে হাট থেকে বাড়ি ফিরছিলেন।