স্বল্প সময়ের মধ্যেই তারা দায়িত্বভার গ্রহণ করবেন।
- আপডেট টাইম : ০১:৫৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
- / ২৫৪ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার বাবু কাহারুল।।
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এর তৃতীয় ধাপে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ১৩টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বিগত ২৮শে নভেম্বর।এতে পুরাতন একজন ছাড়া বাকি ১২টি ইউনিয়নে নতুন মুখ নির্বাচিত হয়েছেন।তারমধ্যে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন ৫জন প্রার্থী আর স্বতন্ত্র বা বিদ্রোহী নির্বাচিত হয়েছেন ৮জন।মঙ্গলবার ১১ই জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে সরাইল উপজেলার ৯জনসহ নবীনগর উপজেলার ১৩ জন মিলে ২২জন নব নির্বাচিত চেয়ারম্যানকে শপথ করালেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হায়াৎ উদ দৌল্লা খাঁন।
এসময় জেলার উর্ধ্বতন কর্মকর্তারা সহ নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ একরামুল ছিদ্দিক সেখানে উপস্থিত ছিলেন।তথ্য মতে জানা গেছে, নবীনগর উপজেলার ১৩ নব নির্বাচিত চেয়ারম্যান হলেন, মোঃ আশিকুর রহমান সোহেল,(সলিমগঞ্জ ইউনিয়ন পরিষদ)লুৎফর রহমান লাল মিয়া(বড়িকান্দি) সামসুজ্জামান খান মাছুম (শ্যামগ্রাম)

ভিপি গোলাম মোস্তফা মারুফ (রতনপুর) মোঃ মনির হোসেন (রছুল্লাবাদ) মোঃ জসিম উদ্দিন আহমেদ (সাতমোড়া) মোঃ রবিউল আউয়াল রবি (জিনদপুর) মোঃ জাহাঙ্গীর আলম (লাউর ফতেহপুর) মোঃ আবু মুসা (ইব্রাহিম পুর) মোঃ জাকির উদ্দিন জকি(শ্রীরামপুর)এস কে হেলাল(নবীনগর পূর্ব) মোঃ নুর আজম(নবীনগর পশ্চিম)ও মোঃ আনোয়ার হোসেন (বীরগাও)এর মধ্যে ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুসা টানা দ্বিতীয় দফায় নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।বাকি ১২জন প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন।জনগণের প্রত্যাশা পূরণে, উন্নয়ন ও অগ্রগতির পাশাপাশি মাদকমুক্ত সমাজ এবং শান্তিপূর্ণ নবীনগর উপজেলা গঠনে আজ থেকে ১৩ নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল।স্বল্প সময়ের মধ্যেই তারা দায়িত্বভার গ্রহণ করবেন।