সালমান খানের সাবেক প্রেমিকারা এখন কে কোথায়?
- আপডেট টাইম : ০৭:২০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ২৪৯ ৫০০০.০ বার পাঠক
বিনোদন রিপোর্ট।।
বলিউড সুপারস্টার সালমান খানের ৫৬তম জন্মদিন আজ। ৩৩ বছর ধরে সিনেমায় অভিনয় করেছেন বলিউড ভাইজান। দীর্ঘ এই পথচলায় বহু ভক্ত-অনুরাগীর মন জয় করেছেন। অনেকে তার প্রেমে পড়েছেন। আবার সালমানও বলিউডের একাধিক নায়িকার সঙ্গে প্রেমে মজেছেন।
সালমানের প্লেবয় জীবন বলিউডে বেশ আলোচিত। ভারতের বেশ কয়েকজনের সেলিব্রেটির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে জড়িয়েছেন তিনি। কারো সঙ্গেই সম্পর্ক স্থায়ী হয়নি। প্রেমের পরিণতি পায়নি।
সালমানের জীবনে প্রথম নারী সঙ্গীতা বিজলানি। এরপর সুমি আলী, ঐশ্বরিয়া রাই ও ক্যাটরিনা কাইফের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন সালমান। কিন্তু কাউকেই জীবনসঙ্গী করতে পারেননি।
সালমান এখনও ব্যাচেলর থাকলেও তার প্রেমিকাদের কেউ এখন একা নেই। স্বামী-সন্তান ও সংসার নিয়ে ব্যস্ত তারা। সালমানের জন্মদিনে তার সাবেক প্রেমিকাদের নিয়ে প্রতিবেদন করেছে বলিউড লাইফ।
প্রতিবেদনে বলা হয়েছে, সালমানের প্রথম প্রেমিকা ছিলেন সঙ্গীতা বিজলানি। ৮০’র দশকের শুরুতে তাদের মধ্যে সম্পর্ক হয়। এক দশক দুজন চুটিয়ে প্রেম করেন। পরে সালমানের প্লেবয় লাইফে বিরক্ত হয়ে সঙ্গীতা তাকে ছেড়ে যান। ১৯৯৬ সালে তিনি ক্রিকেটার আজহারউদ্দিনকে বিয়ে করে সংসারী হন। সঙ্গীতা-আজহারের ১৪ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে ২০১০ সালে।
সঙ্গীতাকে না পেয়ে সালমান সম্পর্ক গড়েন সুমি আলীর সঙ্গে। তাদের সম্পর্ক ৮ বছর স্থায়ী ছিল। সালমানের সঙ্গে বিচ্ছেদের পর সুমি যুক্তরাষ্ট্রে ফিরে যান এবং সেখানে পড়ালেখায় মনোযোগী হন। সুমি এখন সংসার জীবন করছেন কিনা সে বিষয়ে জানা যায়নি।
সালমানের জীবনে সবচেয়ে আলোচিত প্রেম ছিল মিস ইউনিভার্স ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে। তখনকার দাপুটে নায়িকাকে জীবনসঙ্গী করার স্বপ্ন দেখেন সালমান। তার হয়ে ঐশ্বরিয়ার বাসায় বিয়ের প্রস্তাবও নিয়ে গিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। শেষ পর্যন্ত ঐশ্বর্য সালমানকে বিয়ে করেননি। বিয়ে করেছেন অভিষেক বচ্চনকে।
ঐশ্বরিয়ার পর সালমান ক্যাটরিনার সঙ্গে প্রেমে জড়ান। দীর্ঘদিন তারা দুজন চুটিয়ে প্রেম করেন। শেষ পর্যন্ত ক্যাটরিনাকেও ধরে রাখতে পারেননি সালমান। কদিন আগে ক্যাট ভিকি কৌশলকে বিয়ে করে সুখের স্বর্গে হাবুডুবু খাচ্ছেন।