হঠাৎ পরিক্ষা স্থগিতে ভোগান্তিতে পরীক্ষার্থীরা
- আপডেট টাইম : ০৭:০৫:২১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
- / ৪৬৬ ৫০০০.০ বার পাঠক
নিজস্ব প্রতিবেদক।।
পরীক্ষার কয়েক ঘণ্টা আগেই হঠাৎ পরিক্ষা স্থগিত হওয়া নোটিশ এর কারণে ভোগান্তিতে পড়েছে পরীক্ষার্থীরা, আগামী কাল ২৪ শে ডিসেম্বর ২০২১ সালে সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী পদের (ইউনিয়ন সমাজকর্মী) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আজ ২৩ ডিসেম্বর স্থগিতাদেশ দেন সমাজসেবা অধিদপ্তর। উক্ত পরীক্ষাটি মূলত ছিল দেশের রাজধানী শহর ঢাকায়। যার কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পরীক্ষার্থীরা এবং তাদের সঙ্গে থাকা আভিভাবক বৃন্দ। একদিন আগেই তারা তাদের মত করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন কিন্তু রওনা দেওয়ার পথে পথিমধ্যে তারা বিভিন্ন মাধ্যমে জানতে পারেন, তাদের ২৪ তারিখ বিকেল ৩ টার অনুষ্ঠিত পরীক্ষা টি অনির্বায কারনবশত স্থগিত করা হয়েছে এতে অনেকেই ঢাকায় আবাসিক হোটেলগুলোতে সিট বুকিং করছিলেন, অনেকে বাসে ট্রেনে আসতে ছিলেন এই শীতের রাত্রে, আবার যখন মাঝ পথে শুনতে পেলেন পরীক্ষা স্থগিত করা হয়েছে। তখন যার যার মতো করে তারা। যার যার বাড়িতে ফিরে যাওয়ার চেস্টা করেন অনেকে চেস্টা করেও যেতে পারেন নি এতে তাদের ভোগান্তিতে পড়তে হয়, যেহেতু এই পোস্ট/কোটা ছিল নারীদের, বিশেষ করে দক্ষিণ অঞ্চলের মানুষজন লঞ্চের চলাচল বেশি করে বর্তমানে দক্ষিণাঞ্চলের ফেরি শীতের কুয়াশার কারনে। ঠিক মতো চলছে না। তাদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে, এই সমাজসেবা অধিদপ্তরের হঠাৎ এই সিদ্ধান্তের কারণে ভোগান্তিতে পড়া মানুষজনের। ভোগান্তির ভাগকি আসলেই কি তারা নিবেন? এটাই সাধারণ পরীক্ষার্থীদের এবং তাদের অভিভাবকদের প্রশ্ন তাদের কাছে তাঁরা যদি একটু মানবিক দৃষ্টিতে দেখেন তাহলে হয়তো বারবার তাদের এই সিদ্ধান্তের কারণে উক্ত পরীক্ষার্থীসহ অভিভাবকদের এই বিরম্বনায় বারবার পড়তে হয় না। এর আগেও এই পরীক্ষাটি হওয়ার কথা ছিল কিন্তু অনিবার্য কারণবশত পরীক্ষাটি স্থগিত করা হয় তখনও। দৈনিক সময়ের কন্ঠ নিউজ এর কাছে। ঢাকাগামী বরগুনার নৌপরিবহনে আসা সন্তানসম্ভবা একজন পরীক্ষার্থী আক্ষেপ করে বলেন পরীক্ষা দিতে এসে আমি অসুস্থ হয়ে পড়েছি, অন্য আরেকজন। পরীক্ষার্থীর নাম প্রকাশে অনিচ্ছুক সে বলে আমার বাবা গরিব মানুষ আমি ধারদেনা করে লঞ্চে ঢাকার উদ্দেশ্যে আসছি আমাকে আবার ফিরে যেতে হবে আমি বারবার এই আসা যাওয়া খরচের টাকা কোথায় পাব?
তাই তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ যাহাতে আমাদের প্রতি এই সমাজসেবা অধিদপ্তর মানবিক হন।