ঘরে-বাইরে কারো নিরাপত্তা নেই: ফখরুল

- আপডেট টাইম : ০৭:০৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
- / ৩৩৭ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টে।।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার বর্তমান সরকারের নির্যাতন-নিপীড়নে ক্ষতবিক্ষত। আইনের শাসন না থাকায় ঘরে-বাইরে কারো ন্যূনতম নিরাপত্তা নেই।
শনিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপির নেতৃত্ব ধ্বংস করতেই আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। শনিবার সকালে নোয়াখালীতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে গ্রেফতার তারই ধারাবাহিকতা ‘মানবাধিকার লঙ্ঘনে চ্যাম্পিয়ন পাকিস্তান’
বর্তমানে কোনও অপরাধের সঙ্গে জড়িত না হয়েও নির্দোষ লোককে অপরাধী সাজিয়ে মামলা, গ্রেফতার, কারান্তরীণ ও হয়রানি করা হচ্ছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির এই নেতা। অবিলম্বে মিজানুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।