শার্শা উপজেলায় ৩য় ধাপে ১০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহন চলছে, সহিংসতা প্রতিরোধে সজাগ আছে প্রশাসন
- আপডেট টাইম : ১১:৩৮:০৮ পূর্বাহ্ণ, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
- / ২৩১ ৫০০০.০ বার পাঠক
বেনাপোল প্রতিনিধিঃ
আজ রবিবার (২৮ শে নভেম্বর) সীমান্তবর্তী উপজেলা শার্শায় তৃতীয় ধাপে ১০ টি ইউনিয়নে পরিষদের ভোটগ্রহন চলছে। এর মধ্যে বাগআঁচড়া, পুটখালী, গোগা, উলাশী ৪টি ইউনিয়ন ঝুকিপূর্ণ। ভোটের সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। সকাল ৮ টার সময় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং মাঠে ভোটারের উপস্থিতি ভাল দেখা যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারাও ভোট দিতে আসবেন এবং তার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। প্রতিটি কেন্দ্রে আনসার, পুলিশ, র্যাব, বিজিবি মোতায়েন আছে। বাহাদুরপুর কেন্দ্র থেকে আনারস প্রার্থীরা নৌকার পুলিং এজেন্টকে মারধর ও পুলিং এজেন্ট বের করে দিয়েছে। গতকাল রাতে কায়বা ইউনিয়নে রুদ্রপুর গ্রামে নির্বাচনী সহিংসতায় ১জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তারা সকলে বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের কর্মী।
দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট দিতে দেখা গেছে পুরুষ ও মহিলা ভোটারদের। ১০টি ইউনিয়ানের ১২৮টি ভোট কেন্দ্রে ২২৭টি বুথে ভোটগ্রহণ চলছে। ১০টি ইউনিয়ানে চেয়ারম্যান পদে ৪৩ জন, মেম্বার পদে ৪০৭ জন এবং মহিলা মেম্বার পদে ৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ১০টি ইউনিয়ান ২লক্ষ ৭৮ হাজার ৬৪৯ জন ভোটার রয়েছেন। পুরুষ ভোটার ১লক্ষ ৩৯ হাজার ৩২৩ জন। মহিলা ভোটার ১লক্ষ ৩৯ হাজার ৩২৬ জন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, ঝুকিপূর্ন কেন্দ্রগুলোতে সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ ও আনসার মোতায়ন করা হয়েছে। শার্শা উপজেলায় ১০ ম্যাজ্রিষ্টেট ও ৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করছেন।
উপজেলা নির্বাচন কমিশনার মেহেদেী হাসান বলেন, সকাল ৮টা থেকে উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহন শুরু হয়েছে। আশা করছি নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে পারবো। সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনে যদি কেউ সহিংসতা ঘটানোর চেষ্টা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। আর ভোট কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানিয়েছেন, যশোরের শার্শার ইউপি নির্বাচনে স্টার্নিং ফোর্স হিসেবে ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়ন করা হয়েছে।
যশোর র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট এম নাজিউর রহমান জানিয়েছেন, শার্শা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোগা, পুটখালী, উলাশী, বাগআচঁড়া ৪ টি ইউনিয়ন ঝুকিপূর্ণ ইউনিয়ন। এখানে র্যাব নিয়মিত টহল পরিচালনা করছে। নিবাচর্নকে কেন্দ্র করে অস্ত্র গোলা বারুদের ব্যবহার না হয় এবং নিবাচর্নে কোন সহিংসতা না হয় সে লক্ষ্যে র্যাব কাজ করে যাচ্ছে।
প্রেরকঃ অহিদুজ্জামান টিটু
বেনাপোল যশোর
তারিখঃ ২৮-১১-২০২১