সংবাদ শিরোনাম ::
বাঘায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে চতুর্থ শ্রেণীর এক ছাত্র।
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৭:১৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ২৯১ ৫০০০.০ বার পাঠক
বাঘা (রাজশাহী) প্রতিনিধি।।
বাঘায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে চতুর্থ শ্রেণীর এক ছাত্র। তার নাম ইউসুফ আলী। সে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া গ্রামের মুসার ছেলে। নিহত ইউসুফ আলী গঙ্গারামপুর ব্রাক স্কুলের চতুর্থ শ্রেণীতে লেখা পড়া করতো।
শনিবার(২০-১১-২০২১) বিকেল তিনটায় মনিগ্রাম বাজার এলাকার উচ্চ বিদ্যালয় সংলগ্ন রহমান ফার্মেসি ও আদিল কসমেটিক্স এর সামনে ইশ্বরদীগামি চলন্ত একটি ট্রাকের ধাক্কায় ট্রাকটির পেছনের চাকার নীচে পড়ে যায়। রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অপারেশন থিয়েটারে নেওয়ার পর সন্ধ্যারাত সোয়া ৬টায় মৃত্যুর কোলে ঢলে পড়ে।
মনিগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মনিগ্রাম বাজার কমিটির সভাপতি জিল্লুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর ট্রাকের চালক রাজু আহমেদ ও হেলপার রবিউল ইসলাম ট্রাক ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা ট্রাক(যশোর-ট,১১-৪১৯৪)টি হেফাজতে রেখে পুলিশের নিকট হস্তান্তর করে। অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো খবর.......