ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
সংবাদ শিরোনাম ::
নাহিদসহ তিন জন সমন্বয়ককে হাসপাতাল থেকে তুলে নেওয়া হয়েছে আহতদের দেখতে ঢামেক হাসপাতালে প্রধানমন্ত্রী কোটা সংস্কার সিলেট: ১৮-২৩ জুলাইয়ের ঘটনাপ্রবাহ রক্তাক্ত জুলাই থেকে কি কোনো শিক্ষা হবে? সব দল নিয়ে জাতীয় ঐক্যের মাঠে নামছেন বিএনপি শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরবে দেশের মানুষ: নৌবাহিনী প্রধান মেট্রোরেল স্টেশনের ধ্বংসলীলা দেখে কাঁদলেন প্রধানমন্ত্রী রুশ এমআই-২৮ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত মস্কোর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কালুগা অঞ্চলে আজ বৃহস্পতিবার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় কে হামলা চালাবে—বিএনপির নীল নকশা আগেই প্রস্তুত ছিল: কাদের

বেগমগঞ্জ বাজারে অস্ত্রের মহড়া, ২ যুবক গ্রেফতার

  • আপডেট টাইম : ০৯:০৭:৩১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
  • / ৪৯৩ ৫০০.০০০ বার পাঠক

সময়ের কন্ঠ রিপোর্ট।।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় পাইপগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে গ্রেফতার আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে সোমবার রাত ৯টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো— উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রামপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে রাকিব ওরফে রাকিব চোরা (১৯) ও একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের এনায়েত নগর গ্রামের রফিক উল্যার ছেলে দেলোয়ার হোসেন বাবু (২১)।

নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।  তিনি জানান, দুই সন্ত্রাসীকে আটকের পর ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে তারা তাদের নিকট অস্ত্র-গুলি আছে বলে স্বীকার করে।

পরে তাদের দেখানো বেগমগঞ্জের ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামের ডোবার উত্তরপাড়ে ঝোপঝাড়ের ভেতর থেকে দুটি দেশীয় তৈরি পাইপগান ও চার রাউন্ড শটগানের গুলি উদ্ধার করে ডিবি পুলিশ।

এসপি মো. শহীদুল ইসলাম বলেন, গত ৭ নভেম্বর সন্ধ্যায় গ্রেফতারকৃত আসামিরা আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাদশা লাল ওরফে চান (২০), মিহিরসহ (১৯) উপজেলার রমনীরহাট বাজারে অস্ত্রের মহড়া দেয়। ওই সংবাদের ভিত্তিতে (ডিবি) পুলিশ দুই অস্ত্রধারীকে গ্রেফতার করে।

আসামি রাকিবের বিরুদ্ধে বেগমগঞ্জ থানার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় দুই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বেগমগঞ্জ বাজারে অস্ত্রের মহড়া, ২ যুবক গ্রেফতার

আপডেট টাইম : ০৯:০৭:৩১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১

সময়ের কন্ঠ রিপোর্ট।।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় পাইপগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে গ্রেফতার আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে সোমবার রাত ৯টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো— উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রামপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে রাকিব ওরফে রাকিব চোরা (১৯) ও একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের এনায়েত নগর গ্রামের রফিক উল্যার ছেলে দেলোয়ার হোসেন বাবু (২১)।

নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।  তিনি জানান, দুই সন্ত্রাসীকে আটকের পর ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে তারা তাদের নিকট অস্ত্র-গুলি আছে বলে স্বীকার করে।

পরে তাদের দেখানো বেগমগঞ্জের ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামের ডোবার উত্তরপাড়ে ঝোপঝাড়ের ভেতর থেকে দুটি দেশীয় তৈরি পাইপগান ও চার রাউন্ড শটগানের গুলি উদ্ধার করে ডিবি পুলিশ।

এসপি মো. শহীদুল ইসলাম বলেন, গত ৭ নভেম্বর সন্ধ্যায় গ্রেফতারকৃত আসামিরা আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাদশা লাল ওরফে চান (২০), মিহিরসহ (১৯) উপজেলার রমনীরহাট বাজারে অস্ত্রের মহড়া দেয়। ওই সংবাদের ভিত্তিতে (ডিবি) পুলিশ দুই অস্ত্রধারীকে গ্রেফতার করে।

আসামি রাকিবের বিরুদ্ধে বেগমগঞ্জ থানার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় দুই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।