ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
রাজধানীর বিভা স্কুল এন্ড কলেজের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত শহরের প্রান কেন্দ্রে অবস্থিত ৪৫ বছরের পুরানো এ প্রতিষ্ঠান নাম হলো আদর্শ স্কুল এন্ড কলেজ অথচ কলেজ শাখায় একজন ছাত্র/ছাত্রীও নেই মঠবাড়িয়ায় রাতের আঁধারে বনিক সমিতির ক‌মি‌টি গঠনের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন গাজীপুরে দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এটিএম আজহারুলের মুক্তির দাবিতে গণঅবস্থানের ডাক জামায়াতের চলন্তবাসে বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, টাঙ্গাইলে গ্রেফতার ৩ বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার কারা পেয়েছে? যা বললেন ট্রাম্প অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল বাংলা ৫২ নিউজ ডটকম এর ৯ম বর্ষপূর্তি আজশনিবার সকাল দশটায় পিরোজপুর মঠবাড়িয়ায় উদযাপিত হয় কোনাবাড়িতে বিএনপি’র দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া: আতঙ্কে ওই এলাকার সাধারণ মানুষ ৩৬ বছর আগে হারিয়ে যাওয়া মায়ের সন্ধান পেল সাংবাদিক আশিকুর রহমান জামাল

ছেলের প্রধান শিক্ষককে আব্রাহাম লিঙ্কনের- ঐতিহাসিক- চিঠি।

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৫:৪০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
  • / ২৬২ ৫০০০.০ বার পাঠক

মাননীয় মহাশয়,

আমার পুত্রকে জ্ঞানার্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন। এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি।

আমার পুত্রকে অবশ্যই শেখাবেন সব মানুষই ন্যায় পরায়ন নয়, সব মানুষই সত্যনিষ্ঠ নয়। তাকে এও শেখাবেন প্রত্যেক বদমায়েশের মাঝেও একজন বীর থাকতে পারে , প্রত্যেক স্বার্থপর রাজনীতিকের মাঝে একজন নিঃস্বার্থ নেতা থাকে। তাকে শেখাবেন পাঁচটি ডলার কুড়িয়ে পাওয়ার চেয়ে একটি উপার্জিত ডলার অধিক মূল্যবান। এও তাকে শেখাবেন, কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয়োল্লাস উপভোগ করতে হয়। হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দিবেন। যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন। সে যেন আগে ভাগেই একথা বুঝতে শেখে। যারা পীড়নকারী তাদেরই সহজেই কাবু করা যায়। বইয়ের মাঝে কি রহস্য লুকিয়ে আছে, তাও তাকে বুঝতে শেখাবেন। আমার পুত্রকে শেখাবেন বিদ্যালয় নকল করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশী সম্মানজনক। নিজের উপর তার যেন সুমহান আস্থা থাকে। এমনকি সবাই যদি সেটাকে ভুলও মনে করে। তাকে শেখাবেন, ভদ্রলোকের প্রতি ভদ্র আচরন করতে কঠোরদের প্রতি কঠোর হাতে। আমার পুত্র যেন এ শক্তি পায় হুজুগে মাতাল জনতার পদার্থ অনুসরন না করার। সে যেন সবার কথা শুনে এবং তা সত্যের পর্দায় ছেঁকে যেন ভালোটাই শুধু গ্রহণ করে। এ শিক্ষাও তাকে দিবেন।
সে যেন শিখে দুঃখের মাঝে কিভাবে হাসতে হয়। আশার কান্নার মাঝে লজ্জা নেই একথা তাকে বুঝতে শেখাবেন। যারা নির্দয় নির্মম তাদের সে যেন ঘৃণা করতে শেখে আর অতিরিক্ত আরাম আয়েশ থেকে সে যেন সাবধান থাকে।

আমার পুত্রের প্রতি সদয় আচরন করবেন। কিন্তু সোহাগ করবেন না, কেননা আগুনে পুড়েই ইস্পাত খাটি হয়। আমার সন্তানের যেন অধৈর্য্য হওয়ার সাহস না থাকে। থাকে যেন তার সাহসী হওয়ার ধৈর্য্য। তাকে এ শিক্ষাও দিবেন নিজের প্রতি যেন তার সুমহান আস্থা থাকে। তখনই তার সুমহান আস্থা থাকবে। মানবজাতির প্রতি-।
ইতি
আপনার বিশ্বস্থ
আব্রাহাম লিঙ্কন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ছেলের প্রধান শিক্ষককে আব্রাহাম লিঙ্কনের- ঐতিহাসিক- চিঠি।

আপডেট টাইম : ০৫:৪০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১

মাননীয় মহাশয়,

আমার পুত্রকে জ্ঞানার্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন। এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি।

আমার পুত্রকে অবশ্যই শেখাবেন সব মানুষই ন্যায় পরায়ন নয়, সব মানুষই সত্যনিষ্ঠ নয়। তাকে এও শেখাবেন প্রত্যেক বদমায়েশের মাঝেও একজন বীর থাকতে পারে , প্রত্যেক স্বার্থপর রাজনীতিকের মাঝে একজন নিঃস্বার্থ নেতা থাকে। তাকে শেখাবেন পাঁচটি ডলার কুড়িয়ে পাওয়ার চেয়ে একটি উপার্জিত ডলার অধিক মূল্যবান। এও তাকে শেখাবেন, কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয়োল্লাস উপভোগ করতে হয়। হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দিবেন। যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন। সে যেন আগে ভাগেই একথা বুঝতে শেখে। যারা পীড়নকারী তাদেরই সহজেই কাবু করা যায়। বইয়ের মাঝে কি রহস্য লুকিয়ে আছে, তাও তাকে বুঝতে শেখাবেন। আমার পুত্রকে শেখাবেন বিদ্যালয় নকল করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশী সম্মানজনক। নিজের উপর তার যেন সুমহান আস্থা থাকে। এমনকি সবাই যদি সেটাকে ভুলও মনে করে। তাকে শেখাবেন, ভদ্রলোকের প্রতি ভদ্র আচরন করতে কঠোরদের প্রতি কঠোর হাতে। আমার পুত্র যেন এ শক্তি পায় হুজুগে মাতাল জনতার পদার্থ অনুসরন না করার। সে যেন সবার কথা শুনে এবং তা সত্যের পর্দায় ছেঁকে যেন ভালোটাই শুধু গ্রহণ করে। এ শিক্ষাও তাকে দিবেন।
সে যেন শিখে দুঃখের মাঝে কিভাবে হাসতে হয়। আশার কান্নার মাঝে লজ্জা নেই একথা তাকে বুঝতে শেখাবেন। যারা নির্দয় নির্মম তাদের সে যেন ঘৃণা করতে শেখে আর অতিরিক্ত আরাম আয়েশ থেকে সে যেন সাবধান থাকে।

আমার পুত্রের প্রতি সদয় আচরন করবেন। কিন্তু সোহাগ করবেন না, কেননা আগুনে পুড়েই ইস্পাত খাটি হয়। আমার সন্তানের যেন অধৈর্য্য হওয়ার সাহস না থাকে। থাকে যেন তার সাহসী হওয়ার ধৈর্য্য। তাকে এ শিক্ষাও দিবেন নিজের প্রতি যেন তার সুমহান আস্থা থাকে। তখনই তার সুমহান আস্থা থাকবে। মানবজাতির প্রতি-।
ইতি
আপনার বিশ্বস্থ
আব্রাহাম লিঙ্কন।