রাজশাহীতে বানেশ্বরে কমিউনিটি পুলিশিং ডে-অনুষ্ঠান বর্জন করলেন সাংবাদিকরা
- আপডেট টাইম : ০১:৪৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / ২৯৯ ৫০০০.০ বার পাঠক
রাজশাহী ব্যুরোঃ কমিউনিটি পুলিশিং ডে-২০২১ সভার অনুষ্ঠান বর্জন করেছেন পুঠিয়া উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সভার প্রধান অতিথি রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জয়দেব কুমার ভদ্র, বিপিএম বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নেন, পুঠিয়া সাংবাদিক সমাজ, উপজেলা প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
কমিউনিটি পুলিশং ডে-২০২১ উদযাপন উপলক্ষে শনিবার সকাল ১০ টার সময় উপজেলার বানেশ্বর সরকারি কলেজ মাঠে রাজশাহী জেলা পুলিশের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন আমন্ত্রণে মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত হয়। কিন্ত সাংবাদিকদের বসার কোনো ব্যবস্থা রাখা হয়নি। প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় সাংবাদিকগণ ছবি ও ভিডিও করতে যায়। এ সময় প্রধান অতিথি রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ( প্রশাসন ও অর্থ) জয়দেব কুমার ভদ্র, বিপিএম বলে, আমার ছবি ও ভিডিও করার প্রয়োজন নাই আপনারা চলে যেতে পারেন। প্রধান অতিথির এমন বক্তব্যের প্রেক্ষিতে মঞ্চের নিচ থেকে দর্শকগণ হাততালি দিন। এভাবে চলে যেতে বলা সাংবাদিকদের জন্য অবমাননাকর। অনুষ্ঠান চলাকালে এমন অসৌজন্যমূলক আচরণে উপস্থিতি সাংবাদিকরা বিব্রত হন এবং প্রতিবাদে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
এ সময় পুঠিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিজয় কুমার ঘোষ(বাংলা টিভি), মুভি বাংলার রাজশাহী জেলা প্রতিনিধি আবু রায়হান, দৈনিক যায়যায়দিন পুঠিয়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলী, দৈনিক আমাদের সময়ের পুঠিয়া উপজেলা প্রতিনিধি ইউনুস আলী শিশির, জাতীয় সাংবাদিক সংস্থা পুঠিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ মেহেদী হাসান (দৈনিক সানশাইন), মোঃ ইমাম আলী (বিডিনিউজ ২৩ ডটকম) সম্পাদক ও প্রকাশক, দৈনিক আগামীর সংবাদ পত্রিকার নিজস্ব প্রতিবেদক আতিক খান, মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। সাংবাদিকদের কাছে ক্ষমা না চাইলে ভবিষ্যতে প্রশাসনের সব কর্মসূচি বর্জনসহ কঠোর অবস্থানে যাবো বলে স্থানীয় সাংবাদিকরা ঘোষণা দেন ।”