সংবাদ শিরোনাম ::
মাদক নির্মূলে-রঙ্গপুর।
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:৪৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
- / ৭২১ ৫০০০.০ বার পাঠক
সময়েরকন্ঠ ক্রাইম নিউজ।।
রঙ্গপুর একটি গ্রামের নাম। আঞ্চলিক ভাষায় উক্ত গ্রামকে অনেকে রংপুর বলে। যে গ্রামটি জেলা কুমিল্লার সদরের ৩ নং দক্ষিণ দুর্গাপুর মডেল ইউনিয়নে অবস্থিত। বেশিরভাগ মানুষ একসময় কৃষি নির্ভর ছিল- উক্ত গ্রামে।
তথ্যমতে সূত্র জানান- উক্ত গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই বসে মাদকের আড্ডা। যা উক্ত ইউনিয়নের সুশীল সমাজকে খুব ভাবায়। এ থেকে পরিত্রাণ চায়- অনেকে।
মাদক নিমূলে- রঙ্গপুর- এ শ্লোগানে-কাজ করছে স্থানীয় একটি-স্বেচ্ছাসেবী সংগঠন।
আরো খবর.......