ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
সোশ্যাল মিডিয়ায় টাইম দিতে না হলে আমি অনেক ইউজফুল কাজ করতে পারতাম রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে ডিবি গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহু দুদকের সাবেক ৩ চেয়ারম্যান ও এক সচিবের বিরুদ্ধে মামলা নগর ভবনের গেটে তালা, উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি পরিবারসহ অধরা পাপন নাজমুল হাসান পাপন দি চায়না পার্ক রেস্টুরেন্ট চিটাগাংরোড নারায়ণগঞ্জ আগুলিয়ায় ফেক হোয়াটসঅ্যাপ আইডি ও বিকাশ নম্বর ব্যবহার করে হয়রানির অভিযোগ চন্দ্রগঞ্জ থানা জামায়াতের বাছাইকৃত কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত কাশিমপুরে সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ‘হানিফ সরিষার তৈল

বর্ধিত সভা,, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ। ২৩/১০/২০২১ ইং।

নিজস্ব সংবাদদাতা:
  • আপডেট টাইম : ১০:১৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
  • / ২৭৩ ১৫০০০.০ বার পাঠক

মোঃ জাহাঙ্গীর আলম

জেলা প্রতিনিধি দিনাজপুর।

হুঙ্কার দিয়ে ভোট হবেনা, মায়া দেয়া শুরু করেন, জনগনের কস্টের কথাগুলো শুনার চেস্টা করেন জনগন ফিরে আসবে, তবেই ভোট হবে। নচেৎ গুড়ে বালি নিশ্চিত।
একটা কথা বলতে চাই মুরগীকে ঠোঁকর দিলে মুরগী কাছে আসেনা দুরেই সরে যায় মনে রাখবেন।
বর্তমান সময়ে মানুষ সচেতন, তারা সব বুঝে। কে কি করছে, কার আমলনামায় কি আছে জনগন মুল্যায়ন করবে আগামী নির্বাচনে। শুধু অপেক্ষার পালা। অপেক্ষা করুন স্পষ্ট দেখতে পাবেন।
দৌলতপুর ইউনিয়নের মানুষের মনকস্ট ও নির্যাতনের খবর কতটা রেখেছেন ? কতটা সময় নির্যাতিত মানুষের পাশ্বে এসে দাঁড়িয়েছেন। প্রেক্ষিতে বলতে হচ্ছে, যা আমাদের প্রিয় নেতা এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি তার বক্তব্যে বলেন , ভাত দিবার মুরোদ নেই কিল দিবার গোঁশাই। দলিয় নেতা কর্মীর খোঁজ খবর কতটা রেখেছেন বিগত সময়ে। উচিৎ ছিল দলিয় নেতা কর্মীদেরকে নিয়ে বসে তাদের ক্ষোভ, অভিমানের কথাগুলো শুনে তাদেরকে বোঝানো, কিন্তু তা না করে তাদের উপর ক্ষোভ প্রদর্শন করলেন। মনে হয় এটা ঠিক হলোনা। এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনায় বেশি। আমরা জানি এমপি মহদয় এমন বক্তব্য ও কৌশল সমর্থন করেন না।
উপস্থিত জনগনকে হাতউচিয়ে শপথ করা কতটা সমিচীন হচ্ছে? যার জন্য হাত উচিয়ে শপথ করাচ্ছেন তিনি ১১বছরের নির্বাচিত চেয়ারম্যান, তার কৃতকর্মের ফল এবং তার উন্নয়ন কর্মকান্ড ও তার জনগনের প্রতি আচরণেই নির্ধারণ করবে এবারের নির্বাচনে ফলাফল। তার জন্য শপথ করাতে হবে কেন? সভা সমাবেশে জনগনকে কথা বলার সুযোগ দেন, জনগনকে বক্তব্য দেবার সুযোগ দেন। আপনি স্তম্ভিত হবেন। দলিয় নেতা কর্মীগনকে বক্তব্য দেবার সুযোগ দেয়া হয়না তাই তারা মনের ক্ষোভ, রাগ,অভিমান প্রকাশ করার সুযোগ পায়না। যদি তারা মনের কথাগুলো বলার সুযোগ পাইতো তবে এরকম পরিস্থিতির সৃষ্টি হতোনা। নিরপেক্ষ নির্বাচন হোক তবেই সকল প্রশ্ন,রাগ, ক্ষোভ ও ক্ষমতা প্রয়োগের দাম্ভিকতার অবসান হবে। তৃনমুলের জনগনকে মনোনীত প্রতিনিধি বেছে নিবার সুযোগ দেন, জনগন নির্ধারণ করুক পছন্দের প্রতিনিধি।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বর্ধিত সভা,, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ। ২৩/১০/২০২১ ইং।

আপডেট টাইম : ১০:১৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১

মোঃ জাহাঙ্গীর আলম

জেলা প্রতিনিধি দিনাজপুর।

হুঙ্কার দিয়ে ভোট হবেনা, মায়া দেয়া শুরু করেন, জনগনের কস্টের কথাগুলো শুনার চেস্টা করেন জনগন ফিরে আসবে, তবেই ভোট হবে। নচেৎ গুড়ে বালি নিশ্চিত।
একটা কথা বলতে চাই মুরগীকে ঠোঁকর দিলে মুরগী কাছে আসেনা দুরেই সরে যায় মনে রাখবেন।
বর্তমান সময়ে মানুষ সচেতন, তারা সব বুঝে। কে কি করছে, কার আমলনামায় কি আছে জনগন মুল্যায়ন করবে আগামী নির্বাচনে। শুধু অপেক্ষার পালা। অপেক্ষা করুন স্পষ্ট দেখতে পাবেন।
দৌলতপুর ইউনিয়নের মানুষের মনকস্ট ও নির্যাতনের খবর কতটা রেখেছেন ? কতটা সময় নির্যাতিত মানুষের পাশ্বে এসে দাঁড়িয়েছেন। প্রেক্ষিতে বলতে হচ্ছে, যা আমাদের প্রিয় নেতা এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি তার বক্তব্যে বলেন , ভাত দিবার মুরোদ নেই কিল দিবার গোঁশাই। দলিয় নেতা কর্মীর খোঁজ খবর কতটা রেখেছেন বিগত সময়ে। উচিৎ ছিল দলিয় নেতা কর্মীদেরকে নিয়ে বসে তাদের ক্ষোভ, অভিমানের কথাগুলো শুনে তাদেরকে বোঝানো, কিন্তু তা না করে তাদের উপর ক্ষোভ প্রদর্শন করলেন। মনে হয় এটা ঠিক হলোনা। এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনায় বেশি। আমরা জানি এমপি মহদয় এমন বক্তব্য ও কৌশল সমর্থন করেন না।
উপস্থিত জনগনকে হাতউচিয়ে শপথ করা কতটা সমিচীন হচ্ছে? যার জন্য হাত উচিয়ে শপথ করাচ্ছেন তিনি ১১বছরের নির্বাচিত চেয়ারম্যান, তার কৃতকর্মের ফল এবং তার উন্নয়ন কর্মকান্ড ও তার জনগনের প্রতি আচরণেই নির্ধারণ করবে এবারের নির্বাচনে ফলাফল। তার জন্য শপথ করাতে হবে কেন? সভা সমাবেশে জনগনকে কথা বলার সুযোগ দেন, জনগনকে বক্তব্য দেবার সুযোগ দেন। আপনি স্তম্ভিত হবেন। দলিয় নেতা কর্মীগনকে বক্তব্য দেবার সুযোগ দেয়া হয়না তাই তারা মনের ক্ষোভ, রাগ,অভিমান প্রকাশ করার সুযোগ পায়না। যদি তারা মনের কথাগুলো বলার সুযোগ পাইতো তবে এরকম পরিস্থিতির সৃষ্টি হতোনা। নিরপেক্ষ নির্বাচন হোক তবেই সকল প্রশ্ন,রাগ, ক্ষোভ ও ক্ষমতা প্রয়োগের দাম্ভিকতার অবসান হবে। তৃনমুলের জনগনকে মনোনীত প্রতিনিধি বেছে নিবার সুযোগ দেন, জনগন নির্ধারণ করুক পছন্দের প্রতিনিধি।