সংবাদ শিরোনাম ::
পুলিশের এসআইয়ের বিরুদ্ধে ডিএমপি কমিশনারকে তদন্তের নির্দেশ
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৯:২২:৩০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৭ জানুয়ারি ২০২১
- / ২৯৫ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
মাদক উদ্ধারের মামলায় আসামিকে গ্রেফতারের পূর্বে তার সঙ্গে ফোনালাপের ঘটনায় দারুস সালাম থানার (বর্তমানে উত্তরা পশ্চিম থানায় কর্মরত) তৎকালীন উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রায়হানুজ্জামানের বিষয়ে তদন্ত করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ডিএমপি কমিশনারকে এক মাসের মধ্যে এ তদন্ত সম্পন্ন করে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। পাশাপাশি মামলার আসামি সোহাগকে ৩ মাসের জামিন দিয়েছে আদালত।
আজ বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আসামি সোহাগের পক্ষে শুনানি করেন আইনজীবী মনিরুজ্জামান রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।
২০১৮ সালের ৯ জুন সোহাগ নামের এক বাস ম্যানেজারের বিরুদ্ধে হেরোইন এবং ২১ পিস ইয়াবা উদ্ধারের মামলা দেয় পুলিশ।
আরো খবর.......