রায়পুরে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার।
- আপডেট টাইম : ১১:২১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / ২৫৭ ৫০০০.০ বার পাঠক
নাটোর নিজস্ব প্রতিনিধি সাহাবুল আলম।।
লক্ষ্মীপুর জেলার রায়পুরে শুক্রবার (২২ অক্টোবর) রাত ৮টায় উপজেলার চরআবাবিল ইউপির ঝাউডুগি গ্রামের কফিল উদ্দিন হাওলাদার মোরে রাস্তার পাশের বিল থেকে
১৭ বছরের এক অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
তার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। পড়নে ছিলো জিঞ্চ প্যান্ট ও শরীরে লাল রংয়ের টি শার্ট পরা।
কিশোরের মৃত দেহটি রায়পুর সরকারি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
এঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় সাধারন ডায়রি করা হয়েছে।
এরিপোট লেখা পর্যন্ত ওই কিশোরের স্বজনদের খোঁজ পাওয়া যায়নি। ঠিকানা ও স্বজনদের খোঁজে পুলিশের পক্ষ থেকে সারা দেশে ও থানার ফেইসবুকে বার্তা পাঠানো হয় বলে পুলিশ জানান।
রায়পুর সরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মকর্তা ডাক্তার রুমা আক্তার বলেন, মৃত কিশোরের
শরীরের কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কিশোরের ঠিকানা ও স্বজনদের খোঁজ না পাওয়ায় অজ্ঞাত হিসেবে ডায়রি করা হয়েছে।
রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, স্থানীয় গ্রামবাসীর সংবাদ পেয়ে অজ্ঞাতনামা কিশেরের লাশ উদ্ধার করা হয়। তার পড়নে জিন্স প্যান্ট ও শরীরের লাল টিশার্ট ছিলো। কিশোরের ঠিকানা ও স্বজনদের খোঁজ পেতে দেশের সকল জায়গায় বার্তা পাঠানো হয়েছে। তার পরিচয় পেলে রায়পুর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে -।01320112007/01320112006.।