চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে বিভিন্ন মাদক ও বাইকসহ গ্রেপ্তার ৯
- আপডেট টাইম : ০৬:৪১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
- / ২০৬ ৫০০০.০ বার পাঠক
শেখ শিবলী, রাজশাহী প্রতিনিধি।।
চাঁপাইনবাবগঞ্জ : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় গত ১৯ ও ২০ অক্টোবর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ বোতল ফেনসিডিল, ১টি আরওয়ান মোটরসাইকেলসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ জনের বিরুদ্ধে ২ টি মামলা ও বাকি ৫ জনকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।
আসামিরা হচ্ছে, রাজশাহীর বিরাস্তিল এলাকার মৃত শাহাদাৎ মন্ডলের ছেলে মাহাবুল (৩৭) একই এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে শামীম (৩৫), চাঁপাইনবাবগঞ্জের বালিগ্রাম নতুন পাড়ার ওসমান আলীর ছেলে ইসারুল হক বাবু (৩৫), সরকার পাড়ার রইসউদ্দিনের ছেলে এমরান আলী (৫৯), শেখটোলার আবদুস সামাদের ছেলে শরিফুল ইসলাম ভুট্টু (৪৮), চাঁপাইনবাবগঞ্জের কুরবান, আসাদুজ্জামান বাকি দুজনের নাম পাওয়া যায়নি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি চাঁপাইনবাবগঞ্জের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান খান মাদক উদ্ধার ও আসামি গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করেছেন। ইন্সপেক্টর রায়হান আহমেদ খানের নেতৃত্বে ডিএনসির সঙ্গীয় ফোর্স অভিযানগুলো পরিচালনা করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন দুটি মামলার ৪ আসামি ডিএনসির কাছে বুঝিয়ে পেয়েছেন বলে বুধবার রাতে নিশ্চিত করেছেন।