রাজশাহীর চারঘাটে সম্প্রীতি রক্ষায় মানববন্ধন ও পদযাত্রা
- আপডেট টাইম : ০৩:১০:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
- / ২২৪ ৫০০০.০ বার পাঠক
রাজশাহী ব্যুরো।।কুমিল্লা ও রংপুরে হিন্দু পল্লীতে হামলার প্রতিবাদে রাজশাহীর চারঘাটে সম্প্রীতি রক্ষায় মানববন্ধন ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় চারঘাট পদ্মা বড়াল থিয়েটারের আয়োজনে চারঘাট বাজার চৌরাস্তা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চারঘাট পদ্মা বড়াল থিয়েটার সভাপতি এ্যাডঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা
চেয়ারম্যান ফকরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা
আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, পৌর মেয়র একরামুল হক,জেলা আওয়ামীলীগ সদস্য সাইফুল ইসলাম, সরদহ সরকারী
মহাবিদ্যালয়ের অধ্যাপক মাজদার রহমান, চারঘাট নিশি কালি মন্দিরের সভাপতি বজ্রহরি দাস, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার কর্মকার, পদ্মা বড়াল থিয়েটার সাবেক সভাপতি এখলাস হোসেন
লাভলু, পদ্মা বড়াল থিয়েটার সাধারন সম্পাদক সাজেদুল করিম প্রমুখ।
মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা সম্প্রীতি বজায় রেখে এলাকার শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলের প্রতি আহবান জানান । ঘটনার সাথে জড়িত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী
করেন।